মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা। আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন দুর্দান্তভাবে। পঞ্জাব কিংসকে প্লে অফের কোয়ালিফায়ারে তুলেছেন। নিজেও ব্যাট হাতে রান করে যাচ্ছেন। তবুও ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ফর্ম্যাটে সুযোগ মেলেনি শ্রেয়স আইয়ারের। মুম্বই তারকাকে সুযোগ না দেওয়া নিয়ে অনেকেই গম্ভীরের সমালোচনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেস্ট ফর্ম্য়াটে সাফল্য পাননি তিনি। এরমধ্য়ে ইংল্যান্ড সফরের আগে আচমকাই বিরাট ও রোহিতের সরে যাওয়া ও ১৮ সদস্যের স্কোয়াডে শ্রেয়সের না থাকা নিয়ে গম্ভীরকেই কাঠগড়ায় তোলা হয়েছে। তবে এবার সেই ইস্যুতে মুখ খুললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার। 

শ্রেয়সের দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর সটান বলে দেন, ''আমি এই ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য নই। আমি এটার উত্তর দিতে পারব না।'' এই উত্তরের মধ্যে দিয়ে আদৌ কি নিজের দায় ঝেড়ে ফেললেন কি না গম্ভীর, তা বোঝা গেল না। কিন্তু গত মরশুমে যে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলে, সেই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। আর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। 

এদিকে, আজ আরসিবির বিরুদ্ধে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। তার আগের দিন পঞ্জাব কিংসের সঙ্গে দেখা করলেন রাঘব চড্ডা। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ পঞ্জাব কিংস দলের সঙ্গে ছবি এবং ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন । সঙ্গে পঞ্জাব কিংস দলের জন্য একটি বিশেষ বার্তাও লিখেছেন । রাঘব চড্ডা পুরো দলের সঙ্গে দেখা করতে স্টেডিয়ামে গিয়েছিলেন। রাঘব চড্ডা ভিডিও শেয়ার করে নিজের পোস্টে লিখেছেন যে, পঞ্জাব কিংসের টগবগে দলের সঙ্গে দেখা করেছেন এবং চলতি আইপিএল মরশুমের চমৎকার পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন । পুরো পঞ্জাবের গর্ব এই দল। সঙ্গে রাঘব চড্ডা আগামী ম্যাচগুলির জন্যও দলকে শুভেচ্ছাও জানিয়েছেন।

রাঘব চড্ডা তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘দলের মালকিন প্রীতি জিন্টা, অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যে উৎসাহের সঙ্গে তাঁরা দলকে নেতৃত্ব দিচ্ছেন’ । উল্লেখ্য, পঞ্জাব কিংস তাদের শেষ লিগ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছিল, যেখানে শ্রেয়স আইয়ার ছক্কা মেরে দলকে আইপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে পৌঁছে দিয়েছিলেন । এখন ২৯ জুন পঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে । সেই ম্যাচে যে দল জিতবে, পৌঁছে যাবে ফাইনালে । হারলে ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাবে । সেক্ষেত্রে এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু খেলতে হবে।