কলকাতা : গত মার্চ মাসে শহিদ মিনার দলের সভামঞ্চ থেকে কার্যত হুঙ্কার ছেড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে শহিদ মিনারেই মৃত্যু বরণ করব।" তার পরেই একই সুরে চ্যালেঞ্জ ছুড়তে দেখা গেছে তাঁকে। সিবিআই নোটিস দেওয়ার পর এবার সেই প্রসঙ্গ তুলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, 'ফাঁসির দড়ি পরার দরকার নেই, সহযোগিতা করুন'।


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ হয়েছে তাঁকে। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে।


এ প্রসঙ্গে অভিষেক আক্রমণ করে শুভেন্দু বলেন, উনি প্রথম দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দেয়। সিঙ্গল বেঞ্চের বিচারপতি ওঁর পছন্দ হয়নি। সেই বিচারপতির বিরুদ্ধে যা তা বলেছিলেন। নতুন বিচারপতি এসে একই রায় বহাল রেখে ১৬০-তে সিবিআই দেওয়ার নোটিসকে কমপ্লাই করার জন্য নির্দেশিকা দিয়েছেন। গতকাল বিকাল থেকে আজ দুপুর অবধি ডিভিশন বেঞ্চে অনেক চেষ্টা করেছেন। এ বিচারপতি নয়, ওই বিচারপতি নয়, অনেক রকম চেষ্টা করেছেন। কিন্তু, মহামান্য বিচারপতিরা বলে দিয়েছেন, এতে কোনও আর্জেন্সি নেই। অর্থাৎ, স্বাভাবিকভাবে আইনের প্রক্রিয়ায় আমি বলব, সিবিআই ডাকতে বাধ্য হয়েছে। উনি কোর্টে গিয়ে চেষ্টা করেছেন। আটকাতে পারেননি। অতএব, 'ফাঁসির দড়ি পরার দরকার নেই, তদন্তে সহযোগিতা সহযোগিতা করুন।'


তবে, সিবিআইয়ের নোটিস পাওয়ার পর অভিষেক ট্যুইট করে 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব', বলে জানিয়েছেন। ট্যুইটারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। নোটিসে একদিনও সময় দেওয়া হয়নি। সমনের কারণে আজ জনসংযোগ যাত্রা স্থগিত রাখতে হল। ২২ মে ফের বাঁকুড়া থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা।'


সিবিআইয়ের নোটিস পাওয়ার পর নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক । কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।


আরও পড়ুন ; 'একদিনও সময় দেওয়া হয়নি', CBI-এর নোটিস পেয়ে ট্যুইটারে কী লিখলেন অভিষেক ?