এগরা : এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast Incident) নতুন ধারা যোগ করল সিআইডি (CID)। আদালতের অনুমতি নিয়ে তিনটি নতুন ধারা যোগ করা হয়েছে । আইপিসি ৩০২ (খুন), আইপিসি ৩০৭ (খুনের চেষ্টা) এবং দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট ১৮৮৪-এর ৯বি ধারা যোগ করা হল। কিন্তু, দেওয়া হল না এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা। কেন এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল। এনআইএ-কে সুবিধা না দিতেই কি এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, প্রশ্ন বিশেষজ্ঞ মহলের।


গত মঙ্গলবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম! বিস্ফোরণের অভিঘাতে ছিহ্নভিন্ন হয়ে যায় আট-আটটি দেহ! বৃহস্পতিবার রাতে, কটকের হাসপাতালে মৃত্যু হয় এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের! কিন্তু এত বীভৎস বিস্ফোরণের পরও, মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক আইনের কোনও মামলা রুজু করেনি পুলিশ।


যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, NIA এড়াতেই কি এই কৌশল? কারণ, বিস্ফোরক আইনে মামলা হলে, কেন্দ্রীয় সরকার সরাসরি সেই তদন্তভার NIA-কে দিতে পারে। এক্ষেত্রে যাতে তা না হয়, সেজন্য়ই কি বিস্ফোরক আইনে মামলা করেনি পুলিশ? প্রশ্ন তুলছে বিরোধীরা।


গতকালই, বিস্ফোরণের তীব্রতায় বিস্মিত হয়ে, প্রধান বিচারপতি মন্তব্য় করেন, হে ভগবান, এত ছিন্নভিন্ন মৃতদেহ! বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। CID খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা। সূত্রের খবর, গতকাল দুপুরেই ৩০২ ধারায় খুন, ৩০৭-এ খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯-এর বি ধারা যুক্ত করার আবেদন জানায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে কাঁথি আদালত। 
 
এরপর আজ এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ সহ ৩ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯-এর বি ধারা যুক্ত করল সিআইডি। এর আগে, ভানু বাগ ও তাঁর পরিবারের  বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত খুন, পুলিশের দেওয়া নির্দেশ অমান্য করা, বিস্ফোরক পদার্থের ব্যাপারে অবহেলামূলক আচরণ ও ফায়ার সার্ভিস অ্য়াক্টের ২৪ ও ২৬ নম্বর ধারায় মামলা করা হয়। কিন্তু, বিস্ফোরক আইনে কোনও মামলা রুজু করেনি পুলিশ। 


আরও পড়ুন ; এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল, দায়িত্বে স্বপন গোস্বামী