কলকাতা: আগে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তার পর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। তবে ২০২৪ নিয়েই শোরগোল বেশি। একদিকে, নরেন্দ্র মোদির বিজেপি (BJP) সরকারকে দিল্লি থেকে উৎখাতের ডাক দিয়ে চলেছে তৃণমূল (TMC)। অন্য দিকে, লোকসভা নির্বাচনে বাংলায় আসন বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমে পড়েছে বিজেপি। সেই আবহে এ বার লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূলকে সাফ করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
জেলায় জেলায় জনসংযোগে নেমেছেন তৃণমূল সাংসদ অভিষেক
পঞ্চায়েত নির্বাচনের আগে এই মুহূর্তে জেলায় জেলায় জনসংযোগে নেমেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে দু'মাস টানা জেলায় জেলায় অতিবাহিত করবেন তিনি। মালদায় সেই কর্মসূচিতে যোগ দিতে রওনা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই আবহেই লোকসভার প্রসঙ্গ তুলে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু।
বুধবার সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই লোকসভার প্রসঙ্গ টেনে তৃণমূলকে সাফ করবেন বলে দাবি করেন। বিদ্রুপও করেন অভিষেককে। শুভেন্দু বলেন, "ভাইপো সম্পর্কে কোনও মন্তব্য করব না। আমার প্রতিদ্বন্দ্বীই নয়। ২০১১ সালে এসেছে। বিরোধী রাজনীতি দেখেনি, ছাত্র রাজনীতি করেনি, যুব রাজনীতি করেনি। আন্দোলন কাকে বলে জানে না। এনআরসি-র ভয় দেখিয়ে দু'-তিন হাজার লোক জমা করেছে। ২০২৪-এর লোকসভায় সব হিসেব মিলিয়ে দেব। বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের পর সাফ হয়ে যাবে।"
'যত যাবেন, তত ভোট কমবে', মমতা-অভিষেককে কটাক্ষ
মালদায় অভিষেকের কর্মসূচিতে মমতার যোগদান নিয়ে প্রশ্ন করলেও, গুরুত্ব দিতে চাননি শুভেন্দু। তাঁর বক্তব্য, "কোনও লাভ হবে না। একদম সাফ হয়ে যাবে। সংখ্যালঘু ভোটও কোনও বিষয় নয়। তৃণমূল মানেই চোর। দুই বড় চোরের আগমন হচ্ছে। যাঁরা চুরির বিরুদ্ধে, তাঁরা লড়বেন। মালদার বেকার যুবকদের চাকরি চুরি করেছেন পিসি-ভাইপো। সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক মালদায়। উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মারা যান কালিয়াচকের লোক। মিজোরামেও মানিকচক, কালিয়াচক, রতুয়া থেকে যাওয়া শ্রমিকের মৃত্যু হয়। বেকার শিক্ষিতদের চাকরি দিতে পারেননি। যত যাবেন, তত ভোট কমবে।"
আসন্ন লোকসভা নির্বাচনে মালদার মানুষ বিজেপি-কে জয়ী করবেন বলে দাবি করেছেন শুভেন্দু। তৃণমূল এখন 'পিসি-ভাইপো'র দল হয়ে রয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তৃণমূল দলটাই উঠে যাবে একদিন।