কলকাতা : গুলিতেই মৃত্যু হয়েছে কালিয়াগঞ্জের বিজেপি সমর্থক (Kaliagang BJP Supporter) মৃত্যুঞ্জয় বর্মনের। তবে, পুলিশের গুলিতেই কিনা, তা তদন্তের বিষয়। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনই জানাল রাজ্য। রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, 'আত্মরক্ষার জন্য ২ রাউন্ড গুলি চালিয়েছিল পুলিশ।' এই পরিস্থিতিতে সিআইডি তদন্তের (CID Investigation) পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে, এখনই সিবিআই তদন্ত নয়, দ্বিতীয় ময়নাতদন্তও নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।


কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। ঘটনার ৪ দিন পর, গ্রামে যায় সিআইডি ও পুলিশ। সিবিআই তদন্ত চাই বলে তাদের জানায় গ্রামবাসী। তদন্তভার হাতে নিয়ে মৃত্যুঞ্জয় বর্মনের গ্রামে যান রাজ্য পুলিশের গোয়েন্দারা। যে গুলিটি মৃত্যুঞ্জয়ের বুক এ-ফোঁড় ও-ফোঁড় করে বেরিয়ে যায় বলে অভিযোগ, সেটিও সংগ্রহ করে সিআইডি। মৃত্যুঞ্জয়ের পরিবার বর্তমানে অন্যত্র রয়েছে। গ্রামবাসীর সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকরা।


এদিকে অভিযুক্ত পুলিশ কর্মীর তরফেও একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি। কালিয়াগঞ্জ থানায় গিয়ে দুটি মামলার নথিপত্র সংগ্রহ করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। অভিযোগ ওঠে, গত শুক্রবার গভীর রাতে কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। ধরপাকড়ের সময় এএসআই মোয়াজ্জেম হোসেনের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয়ের মৃৃত্যু হয় বলে অভিযোগ করে গ্রামবাসী। তাঁদের বিরুদ্ধেও পুলিশকে আক্রমণের পাল্টা অভিযোগ করেন ওই পুলিশ কর্মী। 


পুলিশের গুলিতেই মৃত্যুঞ্জয় খুনের অভিযোগে মামলায় ১২ মে ফের কলকাতা হাইকোর্টে শুনানি। প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে গত মাসে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। তার মধ্যেই গত ২৭ এপ্রিল পুলিশের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুকে ঘিরে আরও তেতে ওঠে এলাকা। প্রথম থেকেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন মৃতের স্ত্রী। এরইমধ্যে ঘটনার তদন্তভার হাতে নিয়ে সোমবার নিহতের বাড়িতে যান সিআইডির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট অনীশ সরকারের নেতৃত্বে এক তদন্তকারী দল। আর সেদিনই সেই তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে পরিবার।


আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস