অর্ণব মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : 'মুখ্য়মন্ত্রীর কল রেকর্ড প্রকাশ্য়ে আনতে চাই না। তৃণমূল আদালতে যাক, আমিও লড়ে নেব।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ফোন বিতর্কে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সব সভাতেই প্রমাণ ছাড়া অভিযোগ করেন বিরোধী দলনেতা, পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


রাজনীতির লড়াই ক্রমেই যেন পরিণত হচ্ছে আদালতের লড়াইয়ে ! একে অপরকে শুধুই হুঁশিয়ারি-চ্য়ালেঞ্জ...আর বাগযুদ্ধ ! তৃণমূলের সর্বভারতীয় দলের তকমা চলে যাওয়ার পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় অমিত শাহকে চারবার ফোন করেছিলেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা প্রমাণের চ্য়ালেঞ্জ ছুঁড়েছিলেন মুখ্য়মন্ত্রী। শুভেন্দু বলেছিলেন, বৃহস্পতিবার যোগ্য় জবাব দেবেন ! যদিও এদিন প্রমাণের জন্য় তিনি বল ঠেললেন আদালতের কোর্টে। মুখ্য়মন্ত্রীকে মামলা করার আহ্বান জানালেন। 

বিরোধী দলনেতা বললেন, "আপনি ফোন কল নিয়ে বড় বড় কথা বলেছেন। কাল সন্ধেয় আপনার কর্মচারী এই নোটিস পাঠিয়েছেন। আমি ওয়েলকাম করছি। আমি উত্তর দিয়ে দেব কাল। আমি চ্য়ালেঞ্জ করছি, আপনি কেস করুন। আমি চাই আপনি কেস করুন। আপনার ফোন ডিটেলস পাবলিকলি আনা যায় না। আমি আনব না। একমাত্র আদালতের হস্তক্ষেপ ছাড়া পাবলিক ডোমেনে আসে না। আমি চাই মামলা করুন, তাহলে আমি ট্রাইকে পার্টি করব। ৪ মার্চ থেকে ১২ এপ্রিল অবধি ২টো ল্য়ান্ড ফোনের রেকর্ড আদালতে দিতে বাধ্য় হবে। তাহলেই দুধ আর জল আলাদা হবে।" এর পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "প্রত্যোকবার ট্যুইট করে বলে বোমা ফাটাব। গ্যাস বেলুন। হাওয়া বেরিয়ে গেলে চুপসে যায়। ওঁর কাজই অভিযোগ করা, কথায় কথায় মিথ্যে কথা। এই যদি বিরোধী দলনেতা হয়, তাহলে কী হবে ?"

ফোন করা নিয়ে বল আইনি আঙিনায় ঠেলে দিলেও, পাল্টা অমিত শাহ নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের জন্য় মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "আপনি সারদার সবথেকে বড় বেনিফিসিয়ারি। আপনাকে কেউ পারবে না বাইরে রাখতে। লিগাল ব্য়াটল করুন। দুধ আর জল আলাদা হবে। তৈরি থাকুন, অমিত শাহকে গুন্ডা, আর অশান্তি লাগাতে বলেছে, এগুলো আপনাকেও প্রমাণ করতে হবে। সোমবারের পিসিতে সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহকে আক্রমণ করেছেন। বলেছেন, তিনি সংবিধান ভেঙেছেন কারণ তিনি বলেছেন ৩৫টা আসন পেলে, পশ্চিমবঙ্গে সরকার থাকবে না। মুখ্য়মন্ত্রী বক্তব্য় বিকৃত করেছেন। অমিত শাহ সরকারি দফতরে বসে, রাজনৈতিক বক্তব্য় রাখেননি।" 


পাল্টা জবাবে অভিষেক বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন আমি ইস্তফা দেব, আপনি প্রমাণ করুন। এত ভাল সুযোগ তো আর পাবেন না। ১০০০ দিন হয়েছে বিজেপিতে গেছেন। ১০০০ দিনে একটা সভা, প্রেস কনফারেন্স দেখান আমাকে আক্রমণ করেননি। ওঁর কাজই অভিযোগ করা, কথায় কথায় মিথ্যে কথা।" প্রসঙ্গত, ইনি বলছেন উনি মামলা করুন, উনি বলছেন ইনি মামলা করুন। এখন কে মামলা করবেন ? আর কার দাবিই বা কবে সত্য়ি প্রমাণিত হবে, তার উত্তর নেই।


আরও পড়ুন ; ফাঁপা বেলুন, কথায় কথায় মিথ্যে কথা ; শুভেন্দুকে তীব্র কটাক্ষ অভিষেকের