কলকাতা: এবার রাজ্যের বিরোধী দলনেতাকে ফাঁকা বেলুন বলে কটাক্ষ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মিথ্যে কথা বলেন এমন অভিযোগও শোনা গেল তৃণমূল সাংসদের বক্তব্যে। “প্রতিবার ট্যুইট করে বলে বোমা ফাটাব, ফাঁকা বেলুন,’’ শুভেন্দুকে জবাব অভিষেকের। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছেন। হাজার দিনে হাজার জনসভায় এক হাজার অভিযোগ করেছেন, একটারও প্রমাণ নেই। ওঁর কাজই হচ্ছে অভিযোগ করা আর মিথ্যে বলা।'' শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের।
শুভেন্দুকে তীব্র কটাক্ষ অভিষেকের: রাজ্য রাজনীতিতে কার্যত হাইভোল্টেজ দিন। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে উৎখাতের চ্যালেঞ্জ নিতে শোনা গিয়েছে বিরোধী দলনেতার গলায়। রীতিমতো বার্তা দেওয়ার ভঙ্গিতে তিনি বলেন, 'আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারি, রাজনীতি থেকে সন্ন্যাস নেব।' শুভেন্দুর এই বক্তব্যকেই হাতিয়ার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "উনি বলছেন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়ব। মুখ্যমন্ত্রী বলেছেন প্রমাণ করলে পদত্যাগ করব। প্রমাণ করুন। এত বড় সুযোগ আর পাবেন না। আপনাকে ল্যাজেগোবরে করব, কোনও বেঞ্চ বাঁচাতে পারবে না।'' হুঁশিয়ারি অভিষেকের।
বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ভাষা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'প্রশাসনিক চেয়ার বসে ভুঁইফোড়, কিম্ভূতকিমাকার শব্দ ব্যবহার করছেন।' পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "আপনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে যে ফুফু, খালা, বেগম বলেন, তিনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলবেন। আপনি ব্যক্তিগতস্তরে এত নিচে নেমে গেছেন আক্রমণ করতে করতে।''
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এক হাজারের অভিযোগের একটা প্রমাণ দিন। আমার নাম নিয়ে কিছু না বলে ভাববাচ্যে কথা বলেন। খালি বাজার গরম করার চেষ্টা, কটাক্ষ অভিষেকের। অমুক তারিখ অমুক হবে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়। পারলে কোর্টে যান। ফুটেজ জমা দেব। ট্যুইট করে প্রচারে থাকার চেষ্টা করেন। কিছু পাচারের তথ্য থাকলে কোর্টে যাব, শুধু ট্যুইট কেন?এটাই হচ্ছে বিরোধী দলনেতার কাজ।''