কলকাতা: দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীর। সেই আবহেই এবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, "শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?"


কাঁথির সভা থেকে মমতার উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর


রবিবার কাঁথির সভা থেকে কার্যত এই সুরেই হুঙ্কার ছাড়লেন শুভেন্দু। তাঁকে বলতে শোনা গেল, "ভাই-ভাইপো কাউকে ছাড়বেন না প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সপরিবারে নিমন্ত্রণ পৌঁছে গিয়েছে। পার্থ-বালু জেলে গিয়েছে। এবার আসল চোরও জেলে যাবে। আমরা সবাই অপেক্ষা করে আছি। শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। একটি টাকাও ছাড় দেবেন না নরেন্দ্র মোদি।"


শুভেন্দু আরও বলেন, "মোদিজি বলেছেন, ভাই-ভাতিজাবাদ খতম করবেন, উৎখাত করবেন। এই ভাতিজা কে? কেউ আদর করে কয়লা বলে। কেউ আবার বলে তোলাবাজ। এই আলালের দুলাল। আপনারা অপেক্ষা করে থাকুন। সময় কড়া নাড়ছে দরজায়। আসল চোর, চোরেদের রানি...মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কী পরিণতি হয় দেখতে থাকুন। আপনার দিন হাতেগোনা।"


আরও পড়ুন: Sovandeb Chattopadhyay: ‘জ্যোতিপ্রিয়ের পাশেই আছি’, বললেন শোভনদেব, মমতার জন্যই কি অবস্থান বদল?


আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 'এবার ৪০০ পার' ধ্বনিও তোলেন শুভেন্দু। তিনি বলেন, "মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আগলি বার ৪০০ পার। উল্টো দিকে তিনটি মন্ত্র নিয়ে এক হয়েছে ওরা। কী মন্ত্র? বংশবাদ, পরিবারবাদ, দুর্নীতি, তুষ্টিকরণের রাজনীতি। এরা কারা, ফোর জি। ফোরজি হল কংগ্রেস, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, রাহুল গাঁধী। থ্রি জি হল শেখ আবদুল্লা, ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা। আর এক থ্রিজি হল, করুণানিধি, স্ট্যালিন, তার ছেলে আর এক গুণধর উদয়নিধি স্ট্যালিন।"


লোকসভায় ৪০০ পার করবে বিজেপি, দাবি শুভেন্দুর


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান করে শুভেন্দু বলেন, "মোদিজি ধর্ম-ভাষা দেখে উন্নয়নের কাজ করেন না। উজ্জ্বলা যোজনা বলুন, আবাস যোজনা বলুন, কিষাণ সম্মান নিধি বলুন, বিশ্বকর্মা যোজনা বলুন...গতকালই আরও পাঁচ বছরের জন্য বিনামূল্যে আনাজ ও রেশন দেওয়ার ঘোষণা করেছেন।" আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পার করবে বলেও এদিন দাবি করেন শুভেন্দু।