গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘিতে পুজোর উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে শুভেন্দু । মন্দিরবাজারে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে 'গো ব্যাক' স্লোগান মহিলাদের। মথুরাপুরে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দিরবাজারে বিক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর একাংশের। তৃণমূল নেত্রী রেখা কাজির নেতৃত্বে বিক্ষোভের অভিযোগ।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় !
এদিন শুভেন্দু বলেন, আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে। গাড়ির সামনে দাঁড়িয়ে...আমার গাড়িতে এসে ধাক্কা মারছে।আজকে আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজকে বিজেপি করতে আসিনি। হিন্দুধর্ম পালন করতে আসছি। মায়ের দর্শন করতে এসেছি, বাধা দিচ্ছে কারা ? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, আজকে ভারতবর্ষ হিন্দুস্থান, আজকে যদি আমার মতো, আমার সঙ্গে ২০ জন সিকিউরিটি থাকে, আমি বিরোধী দলনেতা। আমি চলে যাব। পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে ? ' উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন, মহেশতলায় গিয়েও বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে মহেশতলায় যান বিরোধী দলনেতা। সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
প্রসঙ্গত,এক বিজেপি সাংসদ আক্রান্ত হয়েছিলেন ত্রাণ দিতে গিয়ে। এদিকে গত ১৮ তারিখ সুখিয়া পোখরির কাছে মাসধুরায় আরেক বিজেপি সাংসদের গাড়িতে ওঠে হামলার অভিযোগ। অভিযোগ, বিজেপি সাংসদ রাজু বিস্তের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। সূত্রের খবর, দুর্গত রিম্বিক, লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সাংসদ। সেই সময় এই ঘটনা ঘটে। ভেঙে যায় গাড়ির উইন্ড স্ক্রিন। শনিবারের এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী এক্স হ্য়ান্ডলে লিখেছিলেন, আমার সতীর্থ এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর ভয়াবহ হামলার পর এবার এই ঘটনা। গুরুতর আঘাত দেওয়ার উদ্দেশে তৃণমূলের গুন্ডাদের এই হামলা বুঝিয়ে দিচ্ছে, তারা কতটা ভীত এবং মরিয়া। রবিবার, দলীয় সাংসদের উপর আক্রমণের অভিযোগের প্রতিবাদে শিলিগুড়ি NGP থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)