কলকাতা : কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ । "কলকাতা পুরসভার আরও এক 'স্কোয়ার ফুট' কাউন্সিলরকে চিনে রাখুন। প্রোমোটারের সঙ্গে রফা করছেন ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার।" ভিডিও পোস্ট করে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর। তাঁর পাল্টা দাবি, 'কোনও নোংরামো জিনিস পছন্দ করি না, শুভেন্দুবাবু যেন আমার সামনে এসে বলেন।' জবাব দিতে অবশ্য ছাড়েননি শুভেন্দু। তিনি পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, 'প্রয়োজন হলে মামলা করুন, কালীঘাটের কাকুর মতো ভয়েস টেস্ট হবে, বাড়িতে ইডি যাবে।'


 






বিরোধী দলনেতার তোলা অভিযোগের প্রেক্ষিতে ছন্দা সরকারের বক্তব্য, "শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই বলেছেন। অনুব্রত মণ্ডল থেকে অনেককেই অনেক কিছু বলেছেন। তার প্রমাণ করতে পেরেছেন কিছু ? সুতরাং, ওদের নোংরামোটা ওদের কাছেই রাখতে দিন। আমি অন্তত কোনও দিন কোনও নোংরামো জিনিস পছন্দ করি না।  করিও না।  শুভেন্দুবাবু যেন আমার সামনে এসে বলতে পারেন, তাহলে আমি ওখানে কীভাবে পায়ের জুতো খুলে মারতে হয় ...আমিও জানি। আমার সঙ্গে শুভেন্দুবাবুর কোনও দিন দেখা হয়নি। যখন তৃণমূলে ছিলেন...তৃণমূলে থেকে তো অনেক কামিয়ে গেছেন। এখানে বিজেপির কয়েকটা চামচা আছে। সেই চামচাগুলো বলে দিয়েছেন নাকি ওঁকে। সেই চামচাটার নাম বলতে বলুন। আমি সেই চামচাকে চাবকে ঠিক করে দেব।"


পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। তিনি বলেন, "৮০ টাকা করে বর্গফুট...অভিযোগ কী আনব ? প্রমাণ দিয়েছি তো । সামনেই তো বলছি। সামনে আবার যেতে হবে কেন ? ওঁর বাড়িতে যাব নাকি ? ওঁর বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে। আমি যেতে যাব কেন ? ওই ছবিটা ওঁর নয়...উনি বলেননি। মামলা করুন না...আমি বলব ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে। ওঁর গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।