কানপুর: বৃষ্টির দোসর খারাপ আলো। বাধ্য হয়েই নির্ধারিত সময়ের অনেক আগেই বন্ধ করতে হল খেলা। ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের (India vs Bangladesh 2nd Test) প্রথম দিনে মাত্র ৩৫ ওভারই বল করা সম্ভব হল। বাংলাদেশ তিন উইকেটের বিনিময়ে ১০৭ রানে দিনশেষ করল। বাংলাদেশের হয়ে মোমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত রইলেন। ভারতের হয়ে বল হাতে এদিনের নায়ক বাংলার আকাশ দীপ (Akash Deep)। তাঁর ঝুলিতে এল দুই উইকেট। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন। 


 






 


ম্যাচের আগের দিন বৃষ্টি হয়েছিল। এদিনও ভেজা মাঠের জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। ঘণ্টাখানেক পরে শুরু হয় খেলা। মেঘাচ্ছন আকাশে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এই প্রথম ভারতের মাটিতে দুই ম্যাচে পর পর অধিনায়কেরা টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।


বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমে দুই ওপেনারকে দুই ভিন্নরকম ছন্দে দেখায়। একদিকে যেখানে শাদমান ইসলাম বেশ ভাল ছন্দে ছিলেন, সেখানে জাকির হাসান রান করতেই হিমশিম খাচ্ছিলেন। শেষমেশ খাতা খোলার আগেই তাঁকে সাজঘরে ফিরে যেতে হয়। আকাশদীপের নিখুঁত লাইন এবং লেংথের বলে খোঁচা দেন জাকির। ডানদিকে ঝাঁপিয়ে স্লিপে অনবদ্য এক ক্যাচ নেন যশস্বী। ছন্দে থাকা শাদমানও সেই আকাশদীপেরই শিকার হন। ইনসুইং বল তাঁর প্যাডে লাগলে আম্পায়ার প্রাথমিকভাবে আউট না দিলেও, ডিআরএসের মাধ্যমে সিদ্ধান্ত বদল হয়।


অল্প ব্যবধানে দুই উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যাওয়া বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক শান্ত ও মোমিনুল হক। মধ্যাহ্নভোজের আগে যাতে কোনও উইকেট না পরে, তা তাঁরা দুইজনে নিশ্চিত করেন। দুই উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের পর দীর্ঘক্ষণ কঠোর ধৈর্য্য এবং একাগ্রতার পরিচয় দেওয়া মোমিনুল রান করা শুরু করেন। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ড্রাইভ খেলেন তিনি।


তবে আকাশ মেঘাচ্ছন ছিলই। এক সময় আলো এতটাই কমে যায় যে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঝেপে নামে বৃষ্টি। তার জেরেই আর খেলা সম্ভব হয়নি। মাত্র ৩৫ ওভারেই শেষ হয়ে যায় খেলা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কোহলিকে দেখে আচমকাই এগিয়ে এলেন মাঠকর্মী, তারপর যা ঘটল... দেখুন ভাইরাল ভিডিও