রুমা পাল ও প্রদ্য়োৎ সরকার, কলকাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য নিয়ে এবার কৃষ্ণনগরে পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশানায় বিঁধলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। বিরোধী দলনেতার অভিযোগের পাল্টা জবাবও দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। 

আরও পড়ুন, অত রাতে ঝিলের কাছে কেন গেছিলেন অনামিকা? যাদবপুর পডুয়ার রহস্যমৃত্যুতে সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুদের হোম ল্য়ান্ড, আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না। শুক্রবার, যেদিন মহুয়া মৈত্র-সহ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, কৃষ্ণনগরে প্রতিবাদ সভা শুভেন্দু অধিকারীর ক্য়ামাক স্ট্রিটে বৈঠকে যোগ মহুয়া মৈত্রর। সে দিনই, কৃষ্ণনগরে সভা করে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই মহিলা সাংসদ কখনও বলেন, টিকি যারা রাখেন তারা শয়তান। তারপরেও হিন্দুর বুথে বিজেপি ৪০০ তৃণমূল ৩০০। মুসলমান বুথে ৭০০-র মধ্য়ে তৃণমূল ৬৯৫।   কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, আমার বিরুদ্ধে এতো কিছু করেও আমরা আবার জিতলাম '২৪- এ। স্বাগত জানাই। উনি (শুভেন্দু অধিকারী) যত আসেন আমার তত ভোট বাড়ে। যত বাজেভাবে আক্রমণ করেন তত আমাদের বেসটা বাড়ে। আমি চাই উনি আরও আসুক, আর মঞ্চ থেকে আরও বাজে বাজে কথা বলুক। ' বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট!তার আগে শুক্রবার, কৃষ্ণনগরের পাশাপাশি পশ্চিম বর্ধমানের নেতাদের সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই বৈঠকে ভিন রাজ্যে বাঙালি শ্রমিক নিগ্রহ-সহ বিভিন্ন ইস্য়ুতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।