হলদিয়া : "আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। এটা মাথায় রেখো।" গতকালই বনগাঁর সভা থেকে এই হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বললেন, "আপনি ভারত হেলাবেন বলেছেন, আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে, এমন হেলাবে যে আপনার ভাইপো যাবে জেলে। আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাব। আমাদের নাম মেদিনীপুর।" এদিন হলদিয়ার পরিবর্তন যাত্রার সভা থেকে রাজ্যের শাসক দলকে একাধিক বিষয়ে একহাত নেন তিনি। শুভেন্দু বলেন, "আপনি কাল বারাসাতে কী দেখলেন ? তৃণমূল মৃত মানুষের চোখও তুলে বিক্রি করে দেয়। ভাবতে পারেন, কোন রাজ্যে বসবাস করছেন আপনারা ? আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতাকে ব্যালট খেতে দেখেছি। এই সর্বভুক তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে। তাই, আগামী বিধানসভা নির্বাচনে এই চোরদের আমাদের হারাতে হবে।" রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির সংকল্প কী ? সেই প্রসঙ্গও এদিন শুভেন্দুর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, "আমাদের সংকল্প, প্রতি হাতে কাজ। প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। আমাদের সংকল্প, সোনার বাংলা। আমাদের সংকল্প কী ? টাটাকে ফেরাব বাংলায়। আমাদের সংকল্প কী ? শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি...আবার নতুন করে সেজে উঠুক। আমাদের সংকল্প, নারীর সুরক্ষা। আমাদের সংকল্প, কন্যা সুরক্ষা।"
কী বলেছিলেন মমতা ?
SIR ইস্যুতে দিন দিন তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির ময়দান। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে। এর আগে SIR স্থগিতের জন্য় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, SIR-এর কাজ এগোচ্ছে আপন গতিতে। এই আবহে SIR নিয়ে সুর চড়িয়ে গতকাল ফের পথে নামেন মুখ্যমন্ত্রী। মতুয়াগড়ে করেন মহামিছিল। বনগাঁর সভা থেকে একযোগে আক্রমণ শানান নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, "আমায় বাংলায় আঘাত করলে...কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমায় আঘাত করছে...আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। এটা মাথায় রেখো। ভোটের পরে আমিও একটু দেশটা চষে বেড়াব।" l তিনি আরও বলেন, "কী ভাবছ নিজেদের, কেউকেটা হয়ে গেছ ? চিরকাল কেউ সরকারে থাকে না। ২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না...শকুনি মামারা ! সেদিন কোথায় পালাবে ? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও।"