কলকাতা : "এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন-কন্যা-দিদি-নারীর নির্যাতন নিয়ে কোনওদিন একটা শব্দ কোথাও বলেননি কেন ?" দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের আবহে এই প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। আইনশৃঙ্খলা ইস্যুতে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "শেষ আমরা শুনেছিলাম (নারী নির্যাতন নিয়ে মন্তব্য), অভয়ার ঘটনায় ১৪ অগাস্ট, ২০২৪ বেহালায়। Freedom At Midnight-এর অনুষ্ঠানে...ওঁর বাবা-মা চাইলে তো আমি ১০ লক্ষ দিতেই পারি। তারপর থেকে ওঁর মুখ থেকে কোনও কথা শোনা যায়নি।"

Continues below advertisement

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। দ্বিতীয় বর্ষের MBBS পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেতে যান ওই ছাত্রী। অভিযোগ, ফেরার সময় ২-৩ জন যুবক তাঁদের পথ আটকায়। একজন ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেয়। আরেকজন তাঁকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতার সঙ্গী তাঁকে ওই মেডিক্যাল কলেজেই ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক করে নারী নির্যাতন ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি তুললেন একাধিক অভিযোগও।

শুভেন্দু বলেন, "মর্যাদা, সম্মান এরাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভূলুন্ঠিত হচ্ছে। গত বছর ৯ অগাস্ট অভয়ার ঘটনার দিন বা তার পরবর্তী সময়ে এখন পর্যন্ত গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের ওপর নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়ায় এসে গিয়েছে। দুর্গাপুরের ঘটনা। যদিও গতকাল রাত দেড়টা-দুটো থেকে আমরা বিষয়টা জানি। অপরটি, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের...সপ্তম শ্রেণির ছাত্রী,বয়স ১৩ বছর...তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছে...এই ব্যক্তির নাম ডালিম মহম্মদ। তার বয়স ৬১। ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, সে যখন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যায় পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে ? অভিযুক্ত গ্রেফতার হয়েছে। কিন্তু, এরা পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে।"

Continues below advertisement