Budget 4G Phone: ভারতে লঞ্চ হয়েছে এইচএমডি টাচ ৪জি ফোন। দেশের প্রথম 'হাইব্রিড ফোন' এই মডেল। ফিচার ফোন এবং স্মার্টফোনের মাঝামাঝি এই মডেল লঞ্চ হয়েছে দেশে। HMD Touch 4G ফোনে রয়েছে ৩.২ ইঞ্চির একটি QVGA টাচস্ক্রিন। ডুয়াল সিমের সাপোর্ট পাবেন এই বাজেট স্মার্টফোন। ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে ফোনের ব্যাক প্যানেলে। এর সঙ্গে রয়েছে একটি ফ্ল্যাশ ইউনিট। ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ সমেত লঞ্চ হয়েছে এইচএমডি টাচ ৪জি ফোন। একটি কুইক কল বাটন রয়েছে এই ফোনে, যার সাহায্যে ইউজাররা খুব সহজেই এবং প্রয়োজনের সময় দ্রুত ফোন করতে পারবেন। S30+ Touch ইউজার ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে HMD Touch 4G ফোন। 

Continues below advertisement

ভারতে HMD Touch 4G ফোনের দাম এবং কোথা থেকে কেনা যাবে, জেনে নিন 

এই ফোনের দাম ৩৯৯৯ টাকা। এই মডেলে ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। দুটো রঙে (Cyan and Dark Blue) লঞ্চ হয়েছে এই ফোনে। HMD Touch 4G ফোন অনলাইনে কেনা যাবে HMD India - র ওয়েবসাইট থেকে। খুব তাড়াতাড়ি বিভিন্ন ই-কমার্স সংস্থা এবং নির্দিষ্ট কিছু অফলাইন রিটেল স্টোরের মাধ্যমেও HMD Touch 4G বিক্রি শুরু হবে। 

Continues below advertisement

HMD Touch 4G ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে রয়েছে একটি Unisoc T127 চিপসেট। ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট পাবেন এই ফোনে। এক্সটারনাল মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • এইচএমডি সংস্থার নতুন ৪জি ফোনে রয়েছে Cloud Apps Suite- এর সাপোর্ট। এর মধ্যে ভিডিও, সোশ্যাল এবং ইউটিলিটি অ্যাপ থাকবে যেগুলি সরাসরি চালানো যাবে। এর মাধ্যমে দেখা যাবে ক্রিকেট স্কোর, খবর, ওয়েদার আপডেট। 
  • HTML5 গেমের সাপোর্টও রয়েছে এই বাজেট ফোনে। সেই তালিকায় রয়েছে Tetris এবং Sudoku. ফোনের ডিসপ্লের উপর রয়েছে ০.৩ মেগাপিক্সেলের VGA সেনসর, যার সাহায্যে সেলফি তোলা যাবে, ভিডিও কল করা যাবে।
  • HMD Touch 4G ফোনে রয়েছে ২০০০ এমএএইচের রিপ্লেসেবল ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ৩০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।