অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যে চলছে SIR। আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। SIR-এর সঙ্গে NRC-কে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল।

Continues below advertisement

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ দিনে দিনে চড়ছে। SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্য়ু এবং আত্মহত্যার অভিযোগকে হাতিয়ার করে সরব তৃণমূল। পাল্টা তাদের বিরুদ্ধে মৃত্য়ু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। এই আবহে SIR এবং NRC-কে পরস্পরের সঙ্গে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২১-এর নির্বাচনেও তিনি CAA-কে NRC বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর যে নেতারা রয়েছেন, যাঁরা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন, না মুসলমানের উপকার করেছেন। লাগাতার SIR-কে NRC বলা, SIR করতে না দেব, এই প্রচার হুমকি দেওয়া এবং BLO থেকে শুরু করে নির্বাচন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি (মুখ্যমন্ত্রী) আক্রমণ চালিয়ে গেছেন।"

SIR-আবহে সুর চড়াতে গিয়ে, সম্প্রতি বারবার NRC-র প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর দলের নেতারা। তিনি বলেন, "সামনে SIR, আর পিছনে কী? পিছনে কি মীরজাফর স্যার ? ভোটের নামে SIR? পিছনে কি মীরজাফর স্যার?  NRC?" এনিয়ে বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন, "SIR করার পর কিন্তু NRC হবে। যেটা অসমে হয়েছে। এবারে SIR-এ যদি নাম বাদ যায়, NRC তে ডাকবে।" এবার তা নিয়ে পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস, যারা বাইরে SIR-কে NRC বলে মুসলিমদের তাতাচ্ছেন, যারা শরণার্থী হিন্দুদের ভুল বোঝাচ্ছে যে CAA-তে আবেদন করবেন না, সব বন্ধ হয়ে যাবে। মিথ্যাচার, তাঁরাই কিন্তু SIR অ্যাকসেপ্ট করেছেন এবং সই দেখুন, ডেট ৩১ তারিখ।"

Continues below advertisement

শশী পাঁজা বলেন, "আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন তুলছে। কারা ? যারা নির্বাচন কমিশনের হাতে এত ক্ষমতা দিয়েছে। পিছনে  একটি রাজনৈতিক দল...বিজেপি...প্রতিনিয়ত আপনি কেন কারো সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তুলবেন ? কেন আপনি জিজ্ঞাসা করবেন সে নাগরিক কি নয় ? এটা তো ভোটার লিস্টে সংশোধনীর কাজ বলার চেষ্টা চলছে...নিবিড়...তাহলে নিবিড়ে নাগরিক বাদ যাচ্ছে কেন ? ভোটারকে ভোটার কি না জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে তুমি দেশের নাগরিক কি না।"

পশ্চিমবঙ্গে SIR-এর কাজ যেমন চলছে, তেমন একদিনের জন্য়ও তা নিয়ে থেমে নেই রাজনৈতিক বাগযুদ্ধ।