অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যে চলছে SIR। আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। SIR-এর সঙ্গে NRC-কে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল।
ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ দিনে দিনে চড়ছে। SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্য়ু এবং আত্মহত্যার অভিযোগকে হাতিয়ার করে সরব তৃণমূল। পাল্টা তাদের বিরুদ্ধে মৃত্য়ু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। এই আবহে SIR এবং NRC-কে পরস্পরের সঙ্গে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২১-এর নির্বাচনেও তিনি CAA-কে NRC বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর যে নেতারা রয়েছেন, যাঁরা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন, না মুসলমানের উপকার করেছেন। লাগাতার SIR-কে NRC বলা, SIR করতে না দেব, এই প্রচার হুমকি দেওয়া এবং BLO থেকে শুরু করে নির্বাচন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি (মুখ্যমন্ত্রী) আক্রমণ চালিয়ে গেছেন।"
SIR-আবহে সুর চড়াতে গিয়ে, সম্প্রতি বারবার NRC-র প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর দলের নেতারা। তিনি বলেন, "সামনে SIR, আর পিছনে কী? পিছনে কি মীরজাফর স্যার ? ভোটের নামে SIR? পিছনে কি মীরজাফর স্যার? NRC?" এনিয়ে বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন, "SIR করার পর কিন্তু NRC হবে। যেটা অসমে হয়েছে। এবারে SIR-এ যদি নাম বাদ যায়, NRC তে ডাকবে।" এবার তা নিয়ে পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস, যারা বাইরে SIR-কে NRC বলে মুসলিমদের তাতাচ্ছেন, যারা শরণার্থী হিন্দুদের ভুল বোঝাচ্ছে যে CAA-তে আবেদন করবেন না, সব বন্ধ হয়ে যাবে। মিথ্যাচার, তাঁরাই কিন্তু SIR অ্যাকসেপ্ট করেছেন এবং সই দেখুন, ডেট ৩১ তারিখ।"
শশী পাঁজা বলেন, "আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন তুলছে। কারা ? যারা নির্বাচন কমিশনের হাতে এত ক্ষমতা দিয়েছে। পিছনে একটি রাজনৈতিক দল...বিজেপি...প্রতিনিয়ত আপনি কেন কারো সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তুলবেন ? কেন আপনি জিজ্ঞাসা করবেন সে নাগরিক কি নয় ? এটা তো ভোটার লিস্টে সংশোধনীর কাজ বলার চেষ্টা চলছে...নিবিড়...তাহলে নিবিড়ে নাগরিক বাদ যাচ্ছে কেন ? ভোটারকে ভোটার কি না জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে তুমি দেশের নাগরিক কি না।"
পশ্চিমবঙ্গে SIR-এর কাজ যেমন চলছে, তেমন একদিনের জন্য়ও তা নিয়ে থেমে নেই রাজনৈতিক বাগযুদ্ধ।