কলকাতা: পুজোয় সুরুচি সঙ্ঘের পুজোয় জমকালো সাজে দেখা গিয়েছিল শোভন-বৈশাখীকে। কিন্তু এই ছবিও ভুলভাবে পোস্ট করা হয়েছে এবিপি আনন্দের নামে। মূল ছবিটি ছিল সুরুচি সঙ্ঘের পুজোয় জমকালো সাজে শোভন-বৈশাখী- এই খবরের ভিত্তিতে।
সেই খবরে সুরুচি সঙ্ঘের পুজোয় গোলাপী পাঞ্জাবী পরিহিত ছিলেন শোভন। এবং সঙ্গে মানানসই সাজে ছিলেন বৈশাখী। শোভন-বৈশাখী ধরা পড়েছিলেন এবিপি আনন্দের ক্যামেরায়। সেই ছবি লেখার সঙ্গে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল এবিপি আনন্দের তরফে। কিন্তু সেই ছবি এবিপি আনন্দের নামে ভুল লেখা সহযোগে পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়।
ভুয়ো ছবি-
আসল ও ভুয়ো ছবির তফাৎ- লেখার বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা।
মূল পোস্ট-
মূল খবরটি দেখতে ক্লিক করুন-
বিকৃত ভাইরাল কার্ডটি বানাতে এবিপি আনন্দের সোশাল ইমেজ লেয়ারের হুবহু লেয়ার ব্যবহার করা হলেও, বানানবিধি ও সম্পাদকীয় নীতি ফলো করতে পারেনি প্রতারকরা। যে লাইনটি এবিপি আনন্দ ডিজিটালের লাইন নয়, এবং কোনও রুচিশীল মানুষের ব্যবহৃত লাইনও নয়। এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনও লাইন ব্যবহারের প্রশ্নই ওঠে না। বিকৃত ভাইরাল কার্ডটিতে ব্যবহৃত স্টাইলের সঙ্গে এবিপি আনন্দ ডিজিটালে ব্যবহৃত স্টাইলে বিস্তর ফারাক।
সোশাল মিডিয়া থেকে পাওয়া এই ভুয়ো ছবিটি 'এবিপি আনন্দ'র লোগো ব্যবহার করে পোস্ট করা হচ্ছে। যে ছবিটি বিকৃত মানসিকতার কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গের তৈরি করা। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো এটি করা হচ্ছে। প্রত্যেক পাঠক ও দর্শকদের এই প্ররোচনায় পা না দিতে অনুরোধ করা হচ্ছে।