কলকাতা: ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দির উদ্বোধন। তার আগে, প্রধানমন্ত্রীর (Narendra Modi) ডাকে, বিভিন্ন মন্দির-তীর্থস্থানে সাফাই কর্মসূচি পালন করলেন বিজেপি নেতারা (BJP)। লোকসভা ভোটে তৃণমূলকেও সাফ করা হবে, কটাক্ষ করেছেন সুভাষ সরকার।


সাফাই অভিযানে বিজেপি: সামনেই লোকসভা ভোট। তার আগে ২২ জানুয়ারি, অযোধ্য়ায় রাম-মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ভোটের আগে যাকে দেশজুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে মরিয়া বিজেপি। সম্প্রতি দেশজুড়ে মন্দির ও তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপর রবিবারই দিল্লির করোলবাগে গুরু রবিদাসের মন্দিরে সাফাই অভিযানে অংশ নিলেন জে পি নাড্ডা। দিল্লির পাশাপাশি বাংলার বিভিন্ন মন্দিরেও স্বচ্ছতা অভিযানে অংশ নিতে দেখা গেল বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি থেকে বিজেপি সাংসদ, মন্ত্রী, নেতাদের। বাঁকুড়া শহরের সতীঘাটে, রাম মন্দির সাফাই করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “রাম মন্দিরকে কেন্দ্র করে যেমন মন্দির সাফাই হচ্ছে, তেমনই লোকসভা ভোটে তৃণমূলকে সাফাই করা হবে। দুর্নীতির জন্য তাদের সাফাই করতে হবে।’’ 


সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে সাফাই অভিযানে সামিল হয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ও বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। শেঠ সুরজমল জালান ট্রাস্টের দায়িত্বে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই রাম মন্দির। বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন সৌমিত্র খাঁ। ঝাাঁটা হাতে মন্দির সাফাই করলেন বিষ্ণুপুরের বিজেপিসাংসদ।বহরমপুরে জগন্নাথ মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খড়গপুরের বোগদায় হনুমান মন্দির সাফাই করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তারপর তিনি খড়গপুর শহরের গেটবাজার এলাকায় ব্যবসায়ীদের হাতে রাম মন্দিরের প্রসাদ ও আমন্ত্রণপত্র। নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্দিরের চাতাল মুছলেন শুভেন্দু। তাঁর বিধানসভা কেন্দ্রে শতাধিক মন্দিরে সাফাই অভিযান চলছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।


এদিকে অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উন্মাদনার সমালোচনায় সরব হলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। বললেন, "অযোধ্য়ায় রামের মূর্তি স্থাপন বিধি মেনে করা উচিত। নির্দিষ্ট বিধি পালন করাই প্রধানমন্ত্রীর দায়িত্ব। তা না করে নিজের নাম প্রচার করার অর্থ ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করা। সবকিছুতে দখলদারি করা উন্মাদের লক্ষ্মণ।'' মকর সংক্রান্তি উপলক্ষ্যে সাগর মেলায় গিয়ে পুরীর শঙ্করাচার্য জানিয়েছেন, ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন না।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ