বিটন চক্রবর্তী, ময়না : বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নিজেকে ময়না বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। দলীয় বিধায়কের এমন মন্তব্য়ে কোনও ভুল দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

Continues below advertisement

বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কোনও দলই প্রার্থী তালিকাও ঘোষণা করেনি। কিন্তু বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগেই, কার্যত নিজের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। 

তিনি বলেন, "২০২৬-এ ৯৯.৯৯৯ শতাংশ অশোক দিন্দাই দাঁড়াবে। বলে দিলাম। ভারতীয় জনতা পার্টি, যদিও ঠিক নেই কে কোথা থেকে দাঁড়াবে। কিন্তু আমি বলছি, নিজের থেকেই বলছি, ৯৯.০০৯% অশোক দিন্দাই দাঁড়াবে। আমিই দাঁড়াব। '২৬-এর ভোটের আগে তৃণমূল এখানে প্রার্থী পাবে না। কেউ দাঁড়াবে না। ময়না থেকে ১০ হাজার লিড আছে, এটা গিয়ে দাঁড়াবে ২০-২৫ হাজার লিড।" 

Continues below advertisement

বিধানসভা কিংবা লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। কিন্তু, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই যেভাবে বিজেপি বিধায়ক কার্যত নিজের নাম ঘোষণা করে দিলেন, তা নিয়ে তৃণমূল যখন কটাক্ষ ছুড়ে দিচ্ছে, তখন দলীয় বিধায়কের মন্তব্য়ে আপত্তির কিছু দেখছেন না শুভেন্দু অধিকারী।

এ প্রসঙ্গে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, "এরা পরিযায়ী পাখির মতো। বড় বড় কথা বলছেন। গত চারবছর, সাড়ে চারবছর ধরে ময়নার মানুষ দেখতে পায়নি। হতাশাগ্রস্ত। অশোক দিন্দা টিকিট পাবে না ধরে নিয়েই, আগে থেকে বলছে আমি দাঁড়াচ্ছি এখানে ৯৯ শতাংশ। জিততে পারবে না।"

শুভেন্দু অধিকারী বলেন, "ওঁর ইচ্ছে রয়েছে উনি বলেছেন। দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন। উনি অ্য়াক্টিভ বিধায়ক। এলাকায় থাকেন, কাজ করেন। আমি তো আশা করতেই পারি দল মনোনয়ন দেবে। খারাপ কিছু বলেননি তো। তিনি এমন কোনও কাজ করেননি যাতে দল তাকে বদলে দেয়।"

অশোক দিন্দার আত্মবিশ্বাস না কি তৃণমূলের ভবিষ্য়দ্বাণী, শেষ অবধি কোনটা সঠিক প্রমাণিত হয়, তার উত্তর ভবিষ্য়তেই মিলবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে যে কোনও দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই আবহে বিধানসভা ভোটের আগে SIR নিয়ে হুমকি-হুঁশিয়ারি, আক্রমণ-পাল্টা আক্রমণে তপ্ত রাজনীতির ময়দান।