পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সামনেই পঞ্চায়েত ভোট। ফের তৃণমূলকে (TMC) হুমকি দিলেন বাঁকুড়ার (Bankura) ওন্দার (Onda) বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও। যদিও, বিতর্কের মধ্যেও মন্তব্যে অনড় ওন্দার বিজেপি বিধায়ক।
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, ''আমি বলছি, এখনও দু’তিন মাস সময় আছে। সেই সব চোরগুলোকে বলছি, টাকাগুলো ফেরত দিয়ে দেন, টাকা ফেরত দিয়ে দেন। না হলে, চোর ধর জেল ভরো নয়, এটা তো পুলিশের কাজ। জনগন এবারে ধরবে আর আপনাদের হালকা করে পালিশ করবে, এই যেমন রামসাগরে চলছে না।''
ফের হুমকির সুর বিজেপি বিধায়ক অমরনাথ শাখার গলায়। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে ফের তৃণমূলকে হুমকি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক। মঙ্গলবার বাঁকুড়ার রামসাগর এলাকায়। চোর ধরো, জেল ভরো কর্মসূচি চলাকালীন তৃণমূলকে উদ্দেশ্য করে হুমকি দেন বিজেপি বিধায়ক।
অমরনাথ শাখা বলেন, ''ওই পঞ্চায়েত ভোটের সময় ছাপ্পা করেছিল, পুলিশে তুলে নিয়েছিল, ওই যে সব চোরগুলো আছে না, মিথ্যে মিথ্যে আমাদের বেশ কিছু ছেলেকে জেল খাটিয়েছিল, আমরা কিন্তু কড়ায় গণ্ডায় তৃণমূলের বাচ্চাদের কাছে বুঝে নেব, তখন কেউ কোথাও থাকবে না।''
এই প্রথম নয়, এর আগেও তৃণমূলকে হুমকি দিয়েছিলেন বিজেপি বিধায়ক। চলতি বছরের ৩০ মে অমরনাথ শাখা বলেছিলেন, ''পশ্চিমবঙ্গে গণধোলাই শুরু হবে গণধোলাই, আপনাদের বলব আপনারা হিসেব করে রাখুন, চাকরি করে দেওয়ার নাম করে, প্রধানমন্ত্রী ঘর পাওয়ার নাম করে এবং ওই যে জব কার্ডে নাম লেখানোর নাম করে কে কত টাকা আপনারা দিয়েছেন। সেই টাকার আপনারা হিসেব রাখুন।"
আদালতের নজরে বিরোধী দলের নেতাদের সম্পত্তির দিকেও
এদিকে শুধু শাসকদলের নেতা-মন্ত্রীরাই নন, এ বার আদালতের নজর পড়ল বিরোধীদের উপরও। রাজ্যে বিরোধী শিবিরের একাধিক দলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের মামলায় ইডি ও আয়কর দফতরকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
বাঁকুড়া জেলায় ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির দখলে রয়েছে ৪টি। বাকি সবগুলোই রয়েছে তৃণমূলের দখলে। এই পরিস্থিতিতে, পঞ্চায়েত নির্বাচনের আগে, হুমকি-হুঁশিয়ারিতে বাড়ছে জেলার রাজনীতির উত্তাপ।
শুধু শাসকদলে (TMC) নেতা-মন্ত্রীরাই নন, এ বার আদালতের নজর পড়ল বিরোধীদের উপরও। রাজ্যে বিরোধী শিবিরের একাধিক দলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের মামলায় ইডি ও আয়কর দফতরকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)। তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।