কলকাতা: কর্মসংস্থান থেকে শিল্পায়ন, রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি (Ashok Lahiri)। অর্থনীতি সংক্রান্ত একটি বিলের আলোচনায় মঙ্গলবার বিধানসভায় (West Bengal Assembly) তিনি বলেন, "শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পায়নের উন্নয়ন সম্ভব নয়।"
বিধানসভায় তৃণমূল-বিজেপি জোর তরজা
দুর্নীতি মামলায় সম্প্রতি শাসকদলের একের পর এক নেতা। তা নিয়ে যদিও সুর নরম করতে দেখা যায় অশোককে। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীপক্ষের সবাই চোর। আমি মনে করি না, শাসক দলের সবাই চোর। কেউ কেউ চোর হতে পারেন।"
অন্য রাজ্যের তুলনা টেনে অশোক আরও বলেন, "সরকার যতই বলুক এগিয়ে বাংলা, আসলে বাংলা পিছিয়ে যাচ্ছে। মাথা পিছু আয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে। পশ্চিমবঙ্গের তুলনায় এগিয়ে কর্নাটক,, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্য।"
আরও পড়়ুন: Department of School Education: ছাত্রের অভাবে ধুঁকছে কত স্কুল, রিপোর্ট চাইল রাজ্য
অশোক আরও বলেন, "এই সরকারের ঋণের বোঝা ক্রমণ বাড়ছে। সুদ রাজস্বের তুলনায় কুড়ি শতাংশ বেড়েছে। আগামি দিনে বেতন-পেনশন দেওয়াই সমস্যা হবে। সরকারের তহবিলে টাকা নেই। প্রকল্পের পর প্রকল্প ঘোষণা করে চলেছে। জনকল্যাণ প্রকল্পে ক্ষতি নেই। কিন্তু, মাঝে মাঝে মনে হয় এটা ঘোষণার সরকার হয়ে যাচ্ছে। ঘোষণার সরকার না হলে বাস্তবায়নের সরকার হোক।"
শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পয়নের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন অশোক। তাঁর কথায়, "রাজ্যজুড়ে দুর্নীতি দেখা যাচ্ছে। আর এই দুর্নীতি হচ্ছে. আর্থিক সঙ্কটের প্রতিফলন। মানুষ যখন দেখে সৎ ভাবে রোজগার করে কিছু হবে না, তখন দুর্নীতির পথে যায়। সৎ ভাবে চাকরি পাচ্ছে না, তাই চাকরি চুরি হচ্ছে। আমরা পুকুর চুরি-কুয়ো চুরির কথা শুনেছি। এখন চাকরি চুরির কথা শুনছি।"
এর পাল্টা, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। বাংলার ভাল চাই যখন বলছেন, তখন বাংলার জন্য কেন কেন্দ্রকে বলছেন না? আর মুখ্যমন্ত্রী বিরোধীদের সবাইকে চোর বলেননি।"
চপ শিল্পে উন্নয়ন সম্ভব নয়, বললেন অশোক
'চপশিল্প' কটাক্ষ নিয়ে চন্দ্রিমার যুক্তি, "কেউ চপ ভেজে রোজগার করলে, তাকে ছোট করবেন না। আপনাদের রিসর্টে বৈঠক হয়। কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু, যারা পরিশ্রম করে চপ ভেজে আয় করে, তাদের হীনম্মন্যতায় ফেলবেন না।" শুধু চোর বলে কটাক্ষ করলে হবে না, চুরি প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন চন্দ্রিমা। তিনি জানান, দোষ প্রমাণ হলে, শাস্তি হবে অবশ্যই।