কলকাতা : দুর্গাপুজো (Durga Puja 2022), কালীপুজো, দীপাবলি, ছটপুজো। উৎসবের মরসুম শুরু হতে চলেছে বঙ্গে। তার আগে সুখবর রেশন কার্ডগ্রাহকদের জন্য। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুবিধার কথা। বিশেষ দুই ধরনের রেশন কার্ডগ্রাহকরা  (Ration Card Holders) বাড়তি সুবিধা পাবেন। ময়দা, চিনি ও তেল মিলবে বিশেষ ভরতুকি সহ। ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।


কী কী সুবিধা মিলবে


যেখানে ১ কেজি ভরতুকিযুক্ত ময়দা পাওয়া যাবে ২৯ টাকা কিলো দরে। ১ কিলো ভরতুকিযুক্ত চিনি মিলবে ৩২ টাকা কেজি দরে। ১ লিটার কাচ্চিঘানি সরষের তেল ১৬৬ টাকা ও ৫০০ মিলিলিটার ৮৯ টাকায় পাওয়া যাবে। পাম ওয়েল ১ লিটার ১৩৮ টাকা ও ৫০০ মিলিলিটার ৭০ টাকায় পাওয়া যাবে।


কারা পাবেন 


অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও  বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ডগ্রাহক পরিবারগুলি এই সুযোগ সুবিধা পাবেন। বাড়তি সুবিধা না পেলেও অগ্রাধিকার প্রাপ্ত (PHH)ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ কার্ডগ্রাহকরা বাড়তি সুবিধা না পেলেও চলতি দরেই রেশন পাবেন।


রেশন কার্ড কত ধরণের ও কী কী


১) অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশনকার্ড। নীল-সাদা লম্বালম্বি দাগ কাটা যে কার্ডে উল্লেখ থাকে AAY-এর।
2) বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড (SPHH) রেশনকার্ড।  নীলের ওর কোণাকুণি সাদা দাগের যে কার্ড।
৩) অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড (PHH) রেশনকার্ড। সাদা ছোট কার্ডে উল্লেখ থাকে PHH-এর।
৪) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ বা আরকেএসওয়াই ১ কার্ড। সবুজ রঙয়ের বড় কার্ড।
এবং ৫) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ বা আরকেএসওয়াই ২ কার্ড। সাদা রঙয়ের বড় কার্ড।






বিস্তারিত খোঁজ


 পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট- www.food.gov.in, টোল ফ্রি ফোন নম্বর- 1967/ 18003455505  (সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিষেবা পাবেন) ও হোয়াটসঅ্যাপ নম্বর - 9903055505-তে পাবেন সব বিস্তারিত তথ্য। খাদ্যসাথী আমার রেশন অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করে নিতে পারেন বিস্তারিত তথ্য হাতের মুঠোর পেতে।


এছাড়া মহকুমা বা জেলা খাদ্য নিয়াময়কের সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন বিস্তারিত সমস্ত তথ্যের জন্য।


আরও পড়ুন- খাওয়ার পর হাঁটাহাটি, হজম হবে পরিপাটি