কলকাতা: অভিষেকের 'ঘেরাও' মন্তব্যের পাল্টা হুঙ্কার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)। পাল্টা শুরু হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুবাই পালাবেন বলে মন্তব্য করেন বিজেপি বিধায়ক।                           


কী বলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়? 


গত ২১ জুলাই সমাবেশের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট ৮ ঘণ্টার জন্য বুথ থেকে ব্লক স্তরে সমস্ত গেরুয়া শিবিরের নেতাদের বাড়ি ঘেরাওয়ের জন্য তৃণমূল (TMC) কর্মী-সমর্থদের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর সেই কর্মসূচিতে বদল আনেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে। কিন্তু আমি বলব এটা ব্লক ওয়াইজে করতে। বুথ ওয়াইজ না করে, সিম্বলিক করবে। ১০০ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকজন বেরোতে, আসতে অসুবিধা না হয় এবং ব্লকে ব্লকে করবে।’’


পাল্টা কী বললেন শঙ্কর ঘোষ? 


অভিষেকের এই মন্তব্যের পরই তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার পাল্টা হুঙ্কার দিলেন বিজেপি বিধায়ক। এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,  'যেদিন এর পাল্টা শুরু হবে, অভিষেক দুবাই পালাবেন। অভিষেকেরও ছোট সন্তান আছে। আগামীদিনে সরকার পড়লে জনগণের ক্ষোভ অভিষেকের বাড়িতে আছড়ে পড়লে ভাল হবে? তখন তো অভিষেকের প্রহরায় ৩ হাজার পুলিশ থাকবে না।'                             


অভিষেকের মন্তব্যে অভিযোগ দায়ের: 


এই প্রেক্ষাপটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে, একাধিক থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বিজেপি। ইমেল মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন তিনি। তার আগে ই-মেল মারফৎ অভিষেকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগপত্র পাঠান বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি।  বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ার পিছনে উস্কানি ও ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তিনি।                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও মেঘ, কখনও রোদ্দুর, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়