কলকাতা : SIR বিতর্কে শাসক-বিরোধী তরজা সমানে চলছে। এবার SIR-এর দাবিতে সুর চড়ালেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি হুঙ্কার ছাড়লেন, "নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে SIR করতে না পারে, তাহলে আমরাও এরাজ্যে নির্বাচন করতে দেব না নির্বাচন কমিশনকে।"

তাঁর কথায়, "এখানে যদি SIR করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখব। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। কেউ যদি মনে করে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা SIR করতে দেব না। তাহলে তাঁরা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও দাঁড়াব এবং আমরা বলব যে, আপনাদের SIR করতে হবে, SIR করতে হবে, SIR করতে হবে।"

পশ্চিমবঙ্গে এখনও ভোটার তালিকার বিশেষ সংশোধনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তা নিয়ে বঙ্গ রাজনীতির সুর এখনই সপ্তমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে সরব, তখন শুভেন্দু অধিকারী লাগাতার এর পক্ষে জোরাল সওয়াল করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ইস্যুতে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। দিনকয়েক আগে তিনি বলেছেন, "SIR-কে NRC বলে চালাতে চাইছেন মুখ্যমন্ত্রী। যাদেরকে ভুল বোঝানো হচ্ছে তারা CAA এর পুরো নাম বলতে পারবে না। সব ইস্যুকে NRC বলা এটাই মুখ্যমন্ত্রীর কাজ। বিহারের কোনও মুসলিম বলেনি SIR কে NRC। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বলছেন। ক্ষমতায় থাকার জন্য এইসব বলছেন।" ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণের পর দিনকয়েক আগে দমদমের সভা থেকেও ফের বিশেষ ডেমোগ্রাফি মিশনের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, "লালকেল্লা থেকে আমি অনুপ্রবেশকারীদের জন্য় বিশেষ ডেমোগ্রাফি মিশন ঘোষণা করেছি। যারা আমাদের এখানকার মানুষের রুজি-রুটি ছিনিয়ে নেওয়ার জন্য় এসেছে, যারা ভুয়ো পন্থায় কাগজ বানিয়ে এদেশে রয়ে গেছে, তাদের এখান থেকে যেতেই হবে।"

শুভেন্দু অধিকারীর গলায়ও শোনা গেছে একই সুর। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী ভোটের জন্য উদ্বিগ্ন নন, অবৈধ অনুপ্রবেশকারীদের রাখা যাবে না, সেটা নিয়েই চিন্তিত প্রধানমন্ত্রী। ভারতীয় মুসলিম এখানে যারা থাকেন তাঁদের চিন্তার কোনও দরকার নেই। ধর্মীয় কারণে আমাদের ভোট না দিলেও, SIR ইস্যুতে আমাদের সঙ্গে কোনও বিরোধ নেই। তাঁরা ভারতীয় নাগরিক।"