Hero HF Deluxe: বেশিরভাগ সাধারণ মধ্যবিত্ত মানুষই কম দামের ভাল মাইলেজের বাইক পছন্দ করেন যাতে সস্তায় বাইক ব্যবহার করা যায়, পেট্রোলের খরচও খানিক কমে। আর এই সস্তার বাইকের তালিকায় প্রথম সারিতেই উঠে আসে হিরোর বাইকের (Hero Bikes) নাম। হিরোর বেশ কিছু বাইক এখনও সাশ্রয়ী বাইক হিসেবে অন্যতম। এর মধ্যে অন্যতম হল হিরো এইচ এফ ডিলাক্স (Hero HF Deluxe)। কম দামের ভাল ডিজাইন এবং জ্বালানি সাশ্রয়ী এই বাইক খুবই জনপ্রিয় ভারতীয়দের মধ্যে।
আপনিও যদি কম দামের বাইক খোঁজেন তাহলে হিরোর এই বাইক আপনার জন্য সেরা হতে পারে। ভারতের বাজারে হিরোর এইচ এফ ডিলাক্সের দাম শুরু হচ্ছে মাত্র ৫৯ হাজার ৯৯৮ টাকা থেকে। আর এর টপ এন্ড ভ্যারিয়ান্টের দাম পড়বে ৮৩ হাজার ৬৬১ টাকা। এই বাইকটি ভারতের বাজারে মোট ৫টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে।
Hero HF Deluxe-এর ডিজাইন
হিরোর এই বাইকের ডিজাইন সম্পর্কে বলতে গেলে এটি অত্যন্ত আকর্ষণীয়, আধুনিক স্টাইলের মডেল। এর বডির স্টাইল একে অন্যতম সেরা লুক দিয়েছে। বাইকের সিট খুবই আরামদায়ক, আর এর ওজন অনেক কম হওয়ায় সহজে চালানো যায়, নাড়াচাড়াও করা যায়।
Hero HF Deluxe বাইকের ফিচার্স
হিরোর এই বাইকে দারুণ সব ফিচার্স পাবেন আপনি। এর একটি ভাল ব্রেকিং সিস্টেম রয়েছে, এমনকী এর সাসপেনশন সিস্টেমও বেশ ভাল। ডিজিটাল মিটার, ইগনিশন মিটার, টিউবলেস টায়ার ইত্যাদি ফিচার্সের সুবিধে আপনি পাবেন এই বাইকে। আর এই ফিচার্সগুলির কারণে বাইকের পরিচালনাও অনেক সহজতর হবে।
বাইকের পাওয়ারট্রেন
হিরো এইচএফ ডিলাক্স বাইকে রয়েছে ৯৭.২ সিসির এয়ার কুলড, ৪ স্ট্রোকের সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন এবং OHC প্রযুক্তি। এতে ট্রান্সমিশনের জন্য ৪ স্পিডের গিয়ারবক্স রয়েছে। শিফটিং এক্সপিরিয়েন্সও এতে পাওয়া যায় খুব ভাল।
হিরোর এই রেগুলার কমিউটার বাইক দিনে এক লিটার পেট্রোলে ৬০ কিমিরও বেশি রাস্তা যেতে পারে অর্থাৎ এই বাইকের মাইলেজ পাবেন প্রায় ৭০ কিমি প্রতি লিটারে। ARAI এই বাইক সম্পর্কে এই দাবি করেছে। এতে ৯.৬ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ ফুল ট্যাঙ্ক তেল ভরালে আপনি এই বাইকে যেতে পারবেন প্রায় ৭০০ কিমি রাস্তা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Best Mileage Bike: বাজাজ প্ল্যাটিনা নাকি হোন্ডা শাইন, কোন বাইকে বেশি পাবেন মাইলেজ ?
Car loan Information:
Calculate Car Loan EMI