কলকাতা: ভিন রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ, ২১-এর মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্য়গুলোকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এবার তৃণমূলের একুশের সমাবেশ নিয়ে পাল্টা তোপ দাগলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
'মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করছেন, এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই'
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন। একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়েই মিথ্যাচার করেন, এব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহু দিন ধরে, আমরা এটাকে কোনও গুরুত্ব দিই না। ডেকে এনে, লোকজন ভাড়া করে এনে, বাস এনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যদি লোকজন আসে, তাতে কী আছে.... এবারে তো আমরা ক্ষমতায় আসব বলেই মনে করি। ' এদিন এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওতো কিছু জানেই না। ও তো ছিল সিপিএম এর লোক। ওতো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন....অভিজিৎ আবার.. রাজনীতির কিছু বোঝে নাকি ?'
' বাংলায় কথা বললে আপনারা ভয় পান..'
২১-এর মঞ্চ থেকে মমতা বলেন, মনে হয়, বাংলায় কথা বললে আপনারা ভয় পান। পাল্টা দাড়িভিট কাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে বিজেপি। একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক, বাঙালি ভাবাবেগে শান। অন্য়দিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য়গুলির উদ্দেশ্য় কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'ওড়িশাতেও অত্যাচার হচ্ছে। দিল্লির যমুনানগরে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। মানবিকতা দিয়ে দেখুন। কী করে ইলেকট্রিসিটি কাটলেন? কী করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না? তাদের মুখে আবার বিগ বিগ টক। '
বিজেপি রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ২০১৮ সালে উর্দু নয়, বাংলার শিক্ষক চেয়ে যখন দাড়িভিটের ছেলেরা আন্দোলন করছিল, তখন তাপস-প্রদীপকে গুলি করে মারার সময়ে, বাংলা ভাষার কথা মনে পড়েনি? বিপ্লবের বুকে গুলি লাগার সময়ে বাংলার কথা মনে পড়েনি? তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে। এখনও দাহ সংস্কার করেনি। তারা বিচার চায়। সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারেননি।