কলকাতা: দেশের একাধিক রাজ্য বাঙালিদের উপর হেনস্থার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সব অভিযোগের উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ছাব্বিশের ভোটের আগে মুখ্যমন্ত্রীর কাছে উত্তর চাইলেন তিনি। পাশাপাশি করে দিয়ে গেলেন আজ ভবিষ্যতবাণীও। শমীক বলেন, গুলি চালিয়েছে সিপিআইএম। শহিদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। তিনি শতায়ু হন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর জীবদ্দশায় কোনও দিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না।'

আরও পড়ুন, '..জেতার কোনও চান্স নেই মমতার' ! ২৬-র আগে শুভেন্দুর কাছে আবার বড় প্ল্যান ? উত্তরকন্যা অভিযানে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত

সম্প্রতি ভিন রাজ্যে বাঙালিদের 'হেনস্থা' নিয়ে কেন্দ্রকে প্রশ্ন ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী। 'বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল ?..'এবার ঝাল মেটালেন শমীক ভট্টাচার্য। বললেন, 'শত্রুঘ্ন সিনহা বাংলায় বকতৃতা করবেন, আমাদের শুনতে ভাল লাগবে।' পাশাপাশি, তিনি বলেন, 'দেখুন মুখ্যমন্ত্রীর ছন্দবন্ধতা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী কবি। মুখ্যমন্ত্রী চিত্রকার। মুখ্যমন্ত্রীর কবি মনে কখন কী উঠে আসবে, এগুলি নিয়ে আমার কিছু বলার নেই।' 

 শহিদ স্মরণে তৃণমূলের একুশে জুলাই নিয়ে ছুড়ে দিলেন তীব্র কটাক্ষ। বলেন, 'অতদূর থেকে ডেকে নিয়ে এসেছেন, বাঙালি নিরামিষ খাবে কেন, বাঙালিতো বেসিক্যালি নিরামিশাষী নয়। তো ডিম ভাত খাইয়েছেন, মাংসভাত খাইয়েছেন, ভাল কথা। এটা তো শহিদ স্মরণে সমাবেশ নয়, এটা তো আনন্দ-অনুষ্ঠান করেছেন।' তিনি আরও বলেন,'তৃণমূলের রাজনীতিটাই থ্রেটের রাজনীতিটাই থ্রেটের রাজনীতি। আর সর্বোপরি মানুষের মৌলিক অধিকারগুলিকে বাজেয়াপ্ত করে, তাঁদের গতিমুখকে স্তব্ধ করে দেওয়ার রাজনীতি। পুরোটাই জব্দ করার রাজনীতি।' 

নিয়োগ দুর্নীতি ইস্যুতে তিনি মানুষের জীবন থেকে ১০ বছর হারিয়ে গেছে। কে ফিরিয়ে দেবে ? প্রশ্ন তুলেছেন তিনি। গত ১১ বছরে কত পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গ ছেড়ে ভিনরাজ্যে কাজ করছেন। মুখ্যমন্ত্রী উত্তর দিন, পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীরা কেন এ রাজ্য ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে ? সামান্যটুকু আর্থিক স্বচ্ছলতা থাকলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর, আজকে অভিভাবকরা তাঁদেরকে ভিনরাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। ...তৃণমূল কংগ্রেসের আমলে কত মানুষ ঘরছাড়া হয়েছে !'

শমীক বলেন,' ..পুরনো ঘটনাকে টেনে এনে যেভাবে বাঙালিদের উপর আক্রমণ করার কথা বলেছেন, যেভাবে মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে বলা হচ্ছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে। কারণ এখানে বিজেপির সরকার আছে। যারা কোর্টের নির্দেশকে মান্যতা দেয়। কোর্টের নির্দেশ নিয়েই, যে অবস্থাটা সেখানে তৈরি হয়েছিল, একটি লাইন থেকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ-কে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কাটা হয়েছে।'