করুণাময় সিংহ, মালদা : RSS পন্থী পত্রিকা স্বস্তিকার উত্তর সম্পাদকীর প্রতিবেদন ঘিরে যখন হুগলির সাংসদ ও বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) তৃণমূলে ফেরার জল্পনা তুঙ্গে, তখন দলবদল প্রস্তাব নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)।


মালদা উত্তরের বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মুর দাবি, 'ওরা বলেছিলেন যে মন্ত্রী করবেন। ১০টি চাকরি দেবেন এবং বলেছিলেন যে আপনি যা চাইবেন, আপনার আর্থিক দিক থেকে যতটা চাইবেন ততটাই দেওয়া হবে।' ঠিক কে তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন জানতে চাইলে গেরুয়া শিবিরের সাংসদের সংযোজন, 'এটা হচ্ছে তৎকালীন তৃণমূল কংগ্রেসের ওই সময়ে যোগদান করেছিলে। MLA ছিলেন মুর্শিদাবাদের, তিনি আমার কাছে গেছিলেন, ২০১৯ সালের মার্চ মাসের ১০ তারিখ। ওঁর স্বামীও ছিলেন, উনিও ছিলেন, দু’জন মিলেই অফারটা দিয়েছিলেন। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলেন।'


জল্পনা ওড়িয়েছেন সৌমিত্র খাঁ


বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) ফেরার পর, গেরুয়া শিবিরে আরও ভাঙনের জল্পনা উস্কে দিয়েছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। তৃণমূলে যোগদানকারী বিজেপি সাংসদ বলেছিলেন, 'বললাম তো সৌমিত্র (খাঁ) আমার ভাই আছে, অত তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি। আমি তো বলতে পারব না কে আসবে। তবে অনেকে আসবে।' লকেট চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও তাঁর সম্প্রতি সংযোজন, 'সৌমিত্রর সঙ্গে আগে কথা হয়েছিল, লকেটেও ক্ষোভ আছে, কী করবে জানি না।'


যদিও তৃণমূল যোগের জল্পনা উড়িয়ে সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেছেন, 'অভিষেক (বন্দ্যোপাধ্যায়) যেদিন বিজেপিতে আসবে, সেদিন আমি তৃণমূলে যাওয়ার কথা ভাবব।'


এদিকে, পশ্চিম বর্ধমানের এক বিজেপি বিধায়ক ও উত্তরবঙ্গের এক তরুণ বিজেপি বিধায়কের দল বদলের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলাপ-আলোচনা চলছে, আর এরইমধ্যে বিজেপিতে ভাঙন ও তৃণমূলে যোগদানের সম্ভাবনার এই রাজনীতি নিয়ে, কটাক্ষ ছুঁড়ে দিয়েছে সিপিএম-কংগ্রেস। 


বর্তমান রাজ্য রাজনীতি দেখে রাজনৈতিক বিশেষর্দের প্রশ্ন, কখনও এ দল, কখনও ও দল, ভাঙা-গড়া, আসা-যাওয়ার এই রাজনীতির কি কোনও শেষ নেই?


আরও পড়ুন- দু'দিনের সফরে আজ রাজ্যে নাড্ডা, বঙ্গ বিজেপি তাকিয়ে সর্বভারতীয় সভাপতির বার্তার দিকে