উত্তরবঙ্গ : রক্তাক্ত বিজেপি সাংসদ, আক্রান্ত বিজেপি বিধায়ক। এদিন আক্রান্ত খগেন মুর্মুকে দেখতে যান খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরপরই শিলিগুড়ির হাসপাতালে আক্রান্ত সহকর্মীদের দেখতে গেলেন শুভেন্দু অধিকারী, বিপ্লব দেব। 

Continues below advertisement

আরও পড়ুন, 'আমরা যদি তখন চলেও আসতাম, আমাকে নিয়ে ব্যস্ত হত প্রশাসন, আমি সেটা চাই না', কার্নিভাল বিতর্কে জবাব মমতার

Continues below advertisement

'খগেন মুর্মুর আঘাত গুরুতর '!  শিলিগুড়ির হাসপাতালে আক্রান্ত সহকর্মীদের দেখতে গেলেন শুভেন্দু

এদিন  শুভেন্দু অধিকারী বলেন, ডক্টর শঙ্কর ঘোষের লিগামেন্ট ছিড়ে গিয়েছে। তাঁকে কাল পরশু হয়তো ডিসচার্জ করবে। কিন্তু আগামী একমাস তাঁকে রেস্ট নিতে হবে। খখেন মুর্মুর ইনজুরিটা সিরিয়াস। ওনার আজকে এমআরআই এবং স্ক্যান হয়েছে, তাতে এখানকার যে সেনসেটিভ হাড় আছে, তাতে বাজেভাবে ফ্যাকচার পাওয়া গিয়েছে। আমি মেডিক্যাল বোর্ডের সঙ্গে মিটিং করলাম। তারা বললেন, আমরা ওটি-ও করতে পারি। ..অথবা ট্র্যাকশন দিয়ে,..আমাদের হাসপাতাল প্রিমিসেসেই রেখে আন্ডার ট্টিটমেন্ট তাঁদের ঠিক করতে হবে। ... আমরা বাড়ির লোকের মত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, যে উনি চার সপ্তাহ আন্ডার ট্টিটমেন্ট এখানে থাকবেন। তারপরে স্ক্যান করার পরে যদি, ডাক্টারবাবুরা যদি মনে করেন,  ওটি করতে পারেন, নইলে আমরা, বেটার ট্টিটমেন্টের জন্য দিল্লি এইমস-এ নিয়ে যাব। আর ভিজিটর রেস্ট্রিকশন করতে বলা হয়েছে। কথা বলা বন্ধ না হলে, ওনার এটা কিওর হবে না। এই একটা পার্ট গেল।'

'উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) হাসপাতালে খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন এবং শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন..'

এরপর শুভেন্দু বলেন,  '..দুঃখের সঙ্গে বলি, নো অ্যারেস্ট। এখনও কোনও পর্যন্ত গ্রেফতার হয়নি।এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে কোনও মানবিকতা নেই, অনেক আগে প্রমাণিত হয়েছে। গতকাল একজন বিজেপি সাংসদ একজন বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন। উনি (মুখ্যমন্ত্রী) হাসপাতালে খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন এবং শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন। উনি ভিজিট করুন, ওরাও চায় না, আমরাও চাই না। তবুও উনি এসেছেন, আমাদের যারা সাপোর্টার , ওর বাড়ির লোক, অনেকেই অ্যাজিটেশন করার মুডে ছিলেন। আমরা বলেছি, বিজেপি এই সকল সংষ্কৃতিতে বিশ্বাস করে না। কার্টসি মেনটেন করবেন। কিন্তু উনি, একজনকে মিট করেছেন, আরেকজনকে মিট করেননি। মিট করতে গিয়ে তিনি যে কথা গুলি বলেছেন, অত্যন্ত মর্মান্তিক। অমানবিক।'