কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুমন্তব্য কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। তা নিয়ে বিতর্কের মধ্যেই এ বার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।  অখিলের মন্তব্যের পর দেড় দিন কেটে গেলেও, কেন নীরব মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন লকেট। রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূল (TMC) নেতাদের অবস্থানই রাজ্যে মেয়েদের অবস্থা বুঝিয়ে দিচ্ছে বলেও দাবি করেন লকেট। 


অখিল-মন্তব্যে লকেটের নিশানায় মমতা


অখিলের মন্তব্য নিয়ে রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন লকেট। সেখানেই সরাসরি মমতাকে আক্রমণ করেন তিনি। লকেট বলেন, " দেড়দিন পার। এখনও কেন চুপ মুখ্যমন্ত্রী? কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে?" এ ছাড়াও লকেট বলেন, "তৃণমূল আদিবাসীদের সম্মান করে না। রাষ্ট্রপতিকেও ছাড় দেন না তৃণমূল নেতারা। এর থেকেই বোঝা যায়, বাংলায় মেয়েদের কী অবস্থা।"


পঞ্চায়েত নির্বাচনের আগে অখিলের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। চাপে পড়ে যদিও সুর বদলেছেন মন্ত্রী। জানিয়েছেন, রাষ্ট্রপতি বলে উল্লেখ করেছেন বটে, তবে ব্যক্তিগত ভাবে রাষ্ট্রপতিকে অসম্মান করতে চাননি তিনি। রাষ্ট্রপতির চেয়ার, ভারতের সংবিধানকে সম্মান করেন। শুভেন্দু যে ভাবে লাগাতার কটূক্তি করে গিয়েছেন তাঁকে, দেখতে কেমন বলে ব্যক্তিগত আক্রমণ করে গিয়েছেন, তাতে তুলনামূলক উপমা দিতে গিয়েি মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে রাষ্ট্রপতির কথা।


আরও পড়ুন: Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের


তৃণমূলে থাকাকালীনই শুভেন্দু অধিকারী ও অখিল গিরির বিবাদ ছিল সর্বজনবিদিত! শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে তা বদলে গেছে সম্মুখসমরে। সাম্প্রতিক কালে অখিলকে নিশানা করে শুভেন্দুকে বলতে শোনা যায়, "এখানে একজন কাকমন্ত্রী এসেছিলেন। হাফমন্ত্রী..."। কিন্তু তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়েই রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন অখিল। সেই ভিডিও সামনে আসতেই তেতে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। 


অখিলকে প্ররোচিত করা হয়েছে বলে গোড়ায় যুক্তি দেন তৃণমূলের কেউ কেউ। একই সঙ্গে দলের তরফে জানানো হয়েছে যে, অখিল গিরির মন্তব্য দল সমর্থন করে না। তৃণমূল সাংসদ শান্তনু সেন পাল্টা প্রশ্ন তোলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বিজেপি নেতারা কুরুচিকর আক্রমণ করেছেন, তখন কেন চুপ ছিলেন?"


অখিলকে বরখাস্ত করার দাবি বিজেপি-র


অখিলের মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অখিলের বিধায়ক পদ খারিজ ও মন্ত্রীপদ থেকে বরখাস্তের দাবিতে রাস্তায় নেমেছে বিজেপি। নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। জাতীয় মহিলা কমিশনে চিঠি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।