মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে আজ মেলবোর্নের ময়দানে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড (ENG vs PAK) । নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে দুই দলই। ম্যাচের প্রথম ইনিংস শেষে অন্তত খাতায় কলমে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড।
দুর্দান্ত শুরু
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন স্যাম কারান (Sam Curran)। ইনিংসের পঞ্চম ওভারেই মাত্র ১৫ রানে রিজওয়ানকে ফেরান তিনি। ২৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তিনে নামা মহম্মদ হ্যারিসের ব্যাটও এদিন চলেনি। তিনিও আট রানেই সাজঘরে ফেরেন। তবে ৫০ রানের গণ্ডি পার করার আগেই দুই উইকেট হারালেও, দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও শান মাসুদ। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৩৯ রান যোগ করেন। সেট বাবরকে ৩২ রানে সাজঘরে ফেরান আদিল রশিদ।
ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ ইফতিকার আমেদও। শূন্য রানে তিনি সাজঘরে ফেরেন। পাকিস্তান দলের হয়ে লড়াই করছিলেন শান মাসুদ। তিনি ৩৮ রান করেন। কিন্তু শেষের দিকে রানের গতি বাড়ানোর লক্ষ্যে বড় শট মারতে গিয়েই নিজের উইকেট হারান শানও। তাঁর গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন কারান। শাদাব খানও ২০ রানের বেশি করতে পারেননি। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয় পাকিস্তান শেষের ওভারগুলিতে রানের গতিই বাড়াতে পারেনি।
অনবদ্য কারান
শেষমেশ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩৭ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে কারানই সর্বাধিক তিন উইকেট নেন। নিজের নির্ধারিত চার ওভারে মাত্র ১২ রান খরচ করেন কারান। রশিদ ও ক্রিস জর্ডান দুইটি করে উইকেট নেন। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ১৩৮ রান। জস বাটলারদের এই রানের লক্ষ্য তাড়া করা থেকে রুখতে হলে বল হাতে পাকিস্তানকে শুরুটা ভাল করার প্রয়োজন। নতুন বলে শাহিন আফ্রিদি, নাসিম শাহরা কেমন বল করেন, সম্ভবত তার ওপরেই বিশ্বকাপ কার হাতে উঠতে চলেছে, তা নির্ধারিত হবে।
আরও পড়ুন: ভারতীয়রা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সমর্থন করবেন, আশায় ইংরেজ তারকা