সিমলাপাল (বাঁকুড়া) : তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে এবার সিপিএমকে আহ্বান জানালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। "যাঁরা সিপিএমের এখনও বসে আছেন, তাঁরা বিজেপিতে আসুন, সমাজের জন্য কাজ করুন। আর তৃণমূলেও যাঁরা চুরিতে নেই, তাঁরা সাহসে ভর করে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করুন।" বাঁকুড়ার (Bankura) সিমলাপালে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এমনই আহ্বান জানালেন সুভাষ সরকার। 


সুজনের নিশানায় বিজেপি-তৃণমূল-


এনিয়ে বিজেপি নেতাকে জবাব দিতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি বলেন, "ওঁর দলের কর্মীরাই, সুভাষ সরকারের কথাকে বিজেপির কথা বলে মান্যতা দেন না। ওঁর আহ্বান জানানোর কোনও মূল্য আছে বলে মনে করি না। তৃণমূলের ছাঁট মালদের নিয়ে বিজেপি তৈরি। আবার বিজেপির হয়ে জিতে আসার পর তাঁরাই তৃণমূলের নেতা অথবা তৃণমূলের সভাপতি। বনগাঁ জেলাতে তৃণমূলের সভাপতি, কিন্তু বিজেপি বিধায়ক। ফলে, তৃণমূলের ছাঁটমাল নিয়ে বিজেপি তৈরি। বিজেপি থেকে জিতে এসে তৃণমূলকে সাহায্য করেন। এটা সবাই জানেন। যদি তৃণমূলকে ঠেকাতে হয়, বিজেপিকে সাহায্য করলে তৃণমূল ঠেকবে না। বিজেপিকে সাহায্য করলে প্রকারান্তরে তৃণমূলেরই লাভ হবে। আবার তৃণমূলকে সাহায্য করলে বিজেপিরই লাভ হবে। মাঠে যদি ঘাস বেশি জন্মায় গরু লাফিয়ে আসবেই। ঘাস কাটতে হবে। তৃণমূলকে সাফা করলে, বিজেপি সাফা হবে। আমাদের কাজ, তৃণমূলকে সাফা করার মধ্যে দিয়ে বিজেপিকে সাফা করা। সারা দেশে বিজেপি যেমন বিপজ্জনক, পশ্চিমবঙ্গে তেমনই তৃণমূল।" 


এনিয়ে তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এত জ্ঞান সুজনদা-র, কিন্তু সিপিএমটা কী করে সাফা হয়ে গেল ? এইটার ব্যাখ্যা খুঁজে পেলেই কিন্তু, গোটা রাজনীতিটা বোঝা হয়ে যায়। কাকে সাফা করছে ? আর সুভাষ সরকার যেটা বলছেন, সেটা বিজেপির সম্পূর্ণ দেউলিয়াপনা। এটা বিজেপির মুখ থেকে বারবার শোনা যাচ্ছে। কারণ, এরাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে বামেদের ভোট নিয়ে। তৃণমূলের ভোট কমছে না। সিপিএম রক্তশূন্য হয়ে যাচ্ছে, সেই শতাংশই চলে যাচ্ছে বিজেপির কাছে। এখন বিজেপি ভয় পাচ্ছে, তাদের যে ক্ষয়টা শুরু হচ্ছে তা নিয়ে। কারণ, ওদের তো একা লড়ার ক্ষমতা নেই। শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন ? পার্টি অফিসে শুভেন্দুর ঘুষ নেওয়া বিজেপি দেখিয়েছে। "


আরও পড়ুন ; রাজনৈতিক স্বার্থ চরিতার্থ না হওয়ায় সৌরভকে সভাপতি পদ ছাড়তে হয়, বিজেপিকে আক্রমণ কুণালের