সুনীত হালদার, ডোমজুড়: ডোমজুড়ের (Domjur) পাকুড়িয়ায় গরু চোর সন্দেহে লাইট পোস্টে বেঁধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) ভর্তি করে পুলিশ। মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
গরু চোর সন্দেহে মারধর: গরু পাচারকাণ্ড নিয়ে তোলপাড় চলছে রাজ্যজুড়ে। একযোগে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি। গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। এই পরিস্থিতিতে এবার গরু চোর সন্দেহে ডোমজুড়ে লাইট পোস্টে বেঁধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ম্যাটাডোরেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ডোমজুড়ের এক বাসিন্দা বলেন, “গত কয়েকদিন ধরে ডোমজুড়ের পাকুড়িয়ায় কয়েকজনের বাড়ি থেকে গরু চুরি হচ্ছিল।’’
পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের পাকুড়িয়ায় রবিবার ভোররাতে ম্যাটাডোর নিয়ে গ্রামে ঢোকে ৪ জন। অভিযোগ, তাঁরা একটি গরুকে দড়ি দিয়ে বেঁধে ম্যাটাডোরে তোলার চেষ্টা করছিলেন। সেইসময় স্থানীয়রা একজনকে ধরে ফেললেও, বাকি ৩ জন পালিয়ে যান। এরপর ধৃতকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ গ্রামবাসীকে আটক করা হয়েছে।
দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ: বাইকের সঙ্গে ধাক্কা লাগায়, গাড়ির আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটে সোনারপুরের (Sonarpur) সুভাষগ্রাম এলাকায়। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি তরোয়াল। পুলিশ সূত্রে খবর, এন্টালি (Entally) থেকে বাইকে চড়ে চম্পাহাটিতে বাজি কিনতে এসেছিল দুই যুবক। এদিন সকালে দম্পতির গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এরপরই শুরু হয় দুপক্ষের বচসা। অভিযোগ, প্রথমে স্বামীকে মারধর করা হয়। এরপর হঠাৎই তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবকরা। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে। ওই দুই যুবককে পাল্টা মারধর করে বলে অভিযোগ। আহত এক অভিযুক্ত হাসপাতালে চিকিত্সাধীন। সোনারপুর থানায় (Sonarpur Police Station) খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: South 24 Parganas News: গাড়ির আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, আটক দুই মত্ত যুবক