কলকাতা :  দিক দিক থেকে এগিয়ে আসছে বিজেপির মিছিল। অন্যদিকে দুর্ভেদ্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্নকে । মিছিল যেন প্রশাসনিক ভবন অবধি পৌঁছতে না পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিজেপির মিছিলের জেরে মঙ্গলবার সকাল থেকেই বেশকিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষত যে রুট ধরে এগিয়ে আসবে গেরুয়া মিছিল। 


কলেজ স্ট্রিট, এম জি রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কোন রাস্তার যান চলাচল কতক্ষণ নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে পুলিশ। 





  • সকাল ১১ টা থেকে ৩ টে এনসি স্ট্রিট ও কলেজ স্ট্রিটের যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বদলে ধরুন লেনিন সরণি, মৌলালি হয়ে এজেসি বোস রোড।

  • বেলা ১২টা থেকে মিছিল শেষ না হওয়া অবধি আর্মহার্স্ট স্ট্রিট থেকে পশ্চিম দিকের রুট বন্ধ থাকবে। যাঁরা এমজি রোড ধরবেন ভাবছিলেন, তাঁরা ব্যবহার করুন এপিসি রোড হয়ে এজেসি বোস রোড, অথবা শিয়ালদা ফ্লাইওভার হয়ে আর্মহার্স্ট স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট।

  • বেলা ১২টা থেকে মিছিল শেষ না হওয়া অবধি স্ট্র্যান্ড রোডের একাংশের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিংসওয়ে ক্রসিং থেকে উত্তরে যে রাস্তা যাচ্ছে সেখানে নিয়ন্ত্রণ হবে যান চলাচল। কিংসওয়ে ক্রসিং থেকে পরিবর্তে ধরুন আরআর অ্যাভিন্যু হয়ে রেড রোড বা আরআর অ্যাভিন্যু হয়ে  সেন্ট্রাল অ্যাভিন্যু। 

  • সকাল ৮ টা থেকে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচলও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতে পারে। তাই বিকল্প পথ ভেবে রাখুন। 

    মঙ্গলবার তিন দিক থেকে বিজেপির মিছিল আসবে নবান্নের দিকে। কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ। হাওড়া ময়দান থেকে আসা মিছিলের সামনে থাকবেন সুকান্ত মজুমদার। আর  শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। বিজেপি যখন মিছিল করে নবান্ন অবধি পৌঁছোতে মরিয়া, তখন পুলিশও মিছিল আটকাতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে বাঁশ, গার্ডরেল, অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড। দিলীপ ঘোষের নেতৃত্বে প্রথম মিছিল, কলেজ স্কোয়ার থেকে M G রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ রোড হয়ে এগোনোর কথা।


    পুলিশ সূত্রে খবর, এই মিছিলকে আটকাতে, হাওড়া ব্রিজে ওঠার মুখে থাকবে ত্রিস্তরীয় ব্যারিকেড। হাওড়া ময়দানের দিক থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে আসা মিছিলকে আটকাতে সেখানেই ব্যারিকেড রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল সাঁতরাগাছি থেকে আসবে সাঁতরাগাছি ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে, তাকে আটকানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র‍্যাম্পের প্রত্যেকটিতে মোতায়েন থাকবে পুলিশ।


    বিজেপির নবান্ন অভিযানের জন্য, মঙ্গলবার কলকাতা পুলিশের প্রায় দু’হাজার কর্মী মোতায়েন থাকবেন।