কলকাতা : তাঁর দায়িত্বে রয়েছে কলেজ স্কোয়ার থেকে মিছিলের নেতৃত্ব দেওয়ার। সকাল থেকেই শিয়ালদা স্টেশন বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত। তাঁদের নেতৃত্ব দেওয়ার জন্য সাতসকালে স্টেশন চত্বরে পৌঁছে যান বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি। এদিকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের (BJP Workers) আটকানো,  গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া, বাধা দেওয়ার মতো অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। "এত ভয় পাওয়ার কী আছে ?" বলে প্রশ্ন তোলেন তিনি।


দিলীপ ঘোষ বলেন, যে উৎসাহ নিয়ে কর্মীরা বেরিয়েছিলেন, "মাঝখানে অনেক বাধা তাঁদের সইতে হয়েছে। পুলিশ এসে স্টেশন থেকে তুলে দিয়ে গেছে। কাউকে বাধা দিয়েছে। গাড়িতে উঠতে দেয়নি, ফিরিয়ে দিয়েছে, কাউকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তা সত্ত্বেও দুর্যোগের মধ্যেই পৌঁছেছে কর্মীরা। বৃষ্টি বাদলের মধ্যেও সেই উৎসাহ আছে। বিজেপি একটা বড় মিশন নিয়ে কাজ করছে। বাংলায় দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার জন্য। সেই জন্য পুরো সমাজকে নবান্ন আসার আহ্বান করা হয়েছে। কিন্তু সরকার যেভাবে আটকানোর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, আমি জানি না এত ভয় পাওয়ার কী আছে ? গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবেই হবে। শান্তিপূর্ণভাবেই হবে।  তাকেও তৃণমূল ভয় পাচ্ছে।"


আরও পড়ুন ; 'ভয় পেয়েছেন মমতা, সরকার থরহরি কম্প ', হাওড়া স্টেশনে সুকান্তর হুঙ্কার


কোথায় কোথায় বাধার অভিযোগ ?


নবান্ন অভিযান রুখতে আজ সকাল থেকেই চারিদিকে তৎপরতার ছবি ধরা পড়েছে । কলকাতায় যাওয়ার পথে রামপুরহাট স্টেশনে আটক করা হয় ১০বিজেপি কর্মীকে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে আরেকটি দল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়।


অন্যদিকে, রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। এনিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও বেধে যায় তাদের। কয়েকজন জোর করে স্টেশনে ঢুকে পড়লে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের। একজনকে গ্রেফতার করা হয়েছে।


ঘুরপথে পানাগড় স্টেশনে এসে অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন কাঁকসার বিজেপির কর্মীরা। চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পানাগড় স্টেশনে ঢোকার মুখেও পুলিশ। তাই পুলিশি বাধা এড়াতেই ঘুরপথে স্টেশনে আসা, জানিয়েছেন বিজেপির কাঁকসা ২ নম্বরের মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি।


শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয় কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড।