উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৌশিক গাঁতাইত, কলকাতা: এবার বিজেপির উদ্যোগে কলকাতায় গঙ্গার ধারে আয়োজন করা হচ্ছে সঙ্গীত উৎসবের। বঞ্চিত শিল্পীদের জন্য প্ল্যাটফর্ম করে দিতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব। সঙ্গীত উৎসবের আয়োজক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। উৎসবের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
রাজ্য সরকারের 'সঙ্গীত মেলা'র পাল্টা 'বঙ্গ সঙ্গীত উৎসব'
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেছেন,' যে কোনও বঞ্চনার প্রতিবাদ কিন্তু বাংলায় হবে।'কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ নিয়ে তৃণমূল যখন রোজ সুর চড়াচ্ছে । তখন এরাজ্য়ে সঙ্গীত শিল্পীদের বঞ্চনার অভিযোগ নিয়ে পাল্টা সরব হওয়ার কৌশল নিল বঙ্গ বিজেপি। শুধু তাই নয়, 'বঞ্চিত' শিল্পীদের জন্য আলাদা প্ল্যাটফর্মও তৈরি করে দিচ্ছে গেরুয়া শিবির। রাজ্য সরকারের 'সঙ্গীত মেলা'র পাল্টা 'বঙ্গ সঙ্গীত উৎসব'-এর আয়োজন করতে চলেছে তারা। ২০ জানুয়ারি প্রিন্সেপ ঘাটে হবে বিজেপির সঙ্গীত উৎসব। উদ্বোধন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'পাহাড় থেকে সমতল পর্যন্ত অনেক গুণী শিল্পী আছেন, যাদেরকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না'
জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন,'পশ্চিমবঙ্গ সরকারের যে সংস্কৃতি দফতর, তারা যে সঙ্গীত মেলা করছে সেখানেও যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ, তাঁরাই সুযোগ পাচ্ছেন। পাহাড় থেকে সমতল পর্যন্ত অনেক গুণী শিল্পী আছেন যাদেরকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না।' প্রতিবছরই রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয় সঙ্গীত মেলার। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদনসহ একাধিক জায়গায় আয়োজন করা হয় অনুষ্ঠানের। এবছরও ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সঙ্গীত মেলা।
আরও পড়ুন, মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি কমাল রাজ্য সরকার
রাজ্য়ের সঙ্গীত মেলা শেষ হওয়ার সপ্তাহ তিনেক পরে,আলাদা করে সঙ্গীত উৎসব করবে বিজেপি
আর রাজ্য়ের সঙ্গীত মেলা শেষ হওয়ার সপ্তাহ তিনেক পরে,আলাদা করে সঙ্গীত উৎসব করবে বিজেপি। ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কিছু সঙ্গীতশিল্পীকে। যাদের মধ্যে রয়েছেন পূর্ণদাস বাউল। সঙ্গীতশিল্পীদের 'বঞ্চনা'য় সরব বিজেপি। বঙ্গ বিজেপির উদ্যোগে সঙ্গীত উৎসব। তীব্র কটাক্ষ তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,কত জায়গায়তো পাড়ায় মেলা হয়। শীতকালে পাড়ায় মেলা হয়। করলে করুক। বঙ্গ টঙ্গ আবার এসব নাম দেয় কেন। বিশিষ্ট সঙ্গীতশিল্পী শুভেন্দু অধিকারী, বিশিষ্ট সুরকার জিতেন্দ্র তিওয়ারি এদের উদ্যোগে একটা পাড়ার মেলা হতে পারে। সব মিলিয়ে, শীতের বঙ্গে নতুন করে আবার 'বঞ্চনা' ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ।