সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বাঁকুড়ার পর এবার হুগলি, হিন্দু ভোট একজোট করতে এবার ফ্লেক্স দিল বিজেপি। হিন্দুত্বের বার্তা দিয়ে চুঁচুড়া শহরজুড়ে বিজেপির তরফে টাঙানো হল ফ্লেক্স। যেখানে লেখা রয়েছে, 'হিন্দু হিন্দু ভাই, ২৬-এ এবার বিজেপি চাই'। 


বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, ঝুলিতে ভোট পুড়তে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। হিসেব অনুযায়ী এখনও প্রায় এক বছর বাকি। তার আগে থেকেই ২৬-এর বিধানসভা ভোটের আগে ক্রমশ 'হিন্দু-বাণে' শান দিচ্ছে বিজেপি। এবার হুগলিতে হিন্দু ভোট এককাট্টা করতে এবার ফ্লেক্সকে হাতিয়ার করল বিজেপি। হিন্দুত্বের বার্তা দিয়ে বিজেপির তরফে চুঁচুড়া শহরজুড়ে দেওয়া হয়েছে একটি ফ্লেক্স। যেখানে লেখা রয়েছে,'হিন্দু হিন্দু ভাই, ২৬-এ এবার বিজেপি চাই'।          


এই ফ্লেক্সে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হুগলি সাংগঠনিক জেলার বিজেপির নতুন সভাপতি গৌতম চট্টোপাধ্য়ায়। ফ্লেক্স দেওয়ার কথা স্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "আগামীদিনে সকল হিনদুকে এক হওয়ার প্রয়োজন আছে, নাহলে বাংলাদেশে সংখ্য়ালঘু হিনদুদের যেরকম অবস্থা হচ্ছে, সেই অবস্থার শিকার হতে হবে পশ্চিমবঙ্গের হিনদুদের, বাংলাদেশে যেমন হিনদুরা বাড়ি ছেড়ে পালাচ্ছে, এই পশ্চিমবঙ্গের হিন্দুদের আগামীদিনে সেই পরিস্থিতির সমমুখীন হতে হবে। হিন্দুদের জন্য় কেবল মাত্র একটা দলই ভাবে সেটা বিজেপি। তাই আমরা এই বার্তা দিয়েছি।''


এর আগে গতকাল বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা দেওয়া হয়। কোথাও দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। বিজেপির অভিযোগ, ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই এই প্রচার। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে তারা অনেকটাই জমি হারিয়েছে। হারানো জমি ফেরত পেতে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির।                                                                     


আরও পড়ুন: Kolkata News: লন্ডভন্ড প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর, বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ