কলকাতা: দীর্ঘ অপেক্ষা। চার বছর পরে শ্যুটিং ফ্লোরে দেব অভিনীত নতুন ছবি 'রঘু ডাকাত'। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, এবার দেব রঘু ডাকাত। রবিনহুডের মতো এক চরিত্র। এই ছবির ঘোষণা হয়েছিল বহু আগেই। তবে দীর্ঘ টালবাহানার জন্যই এই ছবি শ্যুটিং ফ্লোরে যেতে দেরি হল। তবে তা নিয়ে এতটুকুও হতাশ নন পরিচালক। নতুন উদ্যমে তিনি কাজ শুরু করে দিয়েছেন। এই রাজ্যের মধ্যেই গোটা ছবির শ্যুটিং হবে।
সোশ্যাল মিডিয়ায় আজ দেব রঘু ডাকাত-এর পোস্টার শেয়ার করে লিখেছেন, '২০২১ থেকে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আজ আমাদের শ্যুটিং শুরু হল। শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি ছাড়া এই কাজটা কখনও সম্ভব ছিল না। আজ আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা পয়সা এখানে গুণে গুণে খরচ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা প্রোজেক্টে হাত দিতে অনেকটা সাহস লাগে। আমি যখন চোখে অন্ধকার দেখছিলাম এই ছবিটা নিয়ে, একমাত্র আমার পরিচালক, ধ্রুব বন্দ্যোপাধ্যায় তখনও আশার আলো দেখছিলেন এই কাজটা নিয়ে। ওঁর প্যাশনের জন্যই আজ এই প্রোজেক্টটা সম্ভব হচ্ছে। আমার টিম ও গত ৬ মাস ধরে এই প্রোজেক্টটা নিয়ে কাজ করছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫-এর সবচেয়ে বড় ছবির জন্য তৈরি হয়ে যান। 'রঘু ডাকাত' -এর শ্যুটিং শুরু হল আজ থেকে। আমাদের জন্য প্রার্থনা করবেন।'
এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। অনেকেই একটা সময় মনে করেছিলেন, এই কাজটি বোধহয় সম্ভব নয় করা। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, খুব বড় বাজেটই এই ছবির রাস্তায় প্রধান অন্তরায়। আজ দেবের কথা থেকেও সেই ইঙ্গিতই পাওয়া গেল। তবে জট কাটিয়ে অবশেষে এই ছবির শ্যুটিং শুরু হল আজ। ধ্রুব বন্দ্যোপাধ্যায় সবসময়েই বলেন, তিনি ছবি করার সময় সবসময় ছোটদের কথা মাথায় রাখেন। তাঁর কথায়, নতুন দর্শক তৈরি করা সব সময় জরুরি। এই ছবি ও সেই পথেই যে হাঁটছে তা বলারই বাহুল্য।
আরও পড়ুন: A R Rahman: রবিবার সকালেই হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি এ আর রহমান