কলকাতা: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার (BJP Rally)। মিছিল আটকালে পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির (BJP)।


সদ্য 'যাদবপুর বাঁচাও'-র ডাক দিয়ে গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত মিছিল করেছিল বিজেপির যুব মোর্চা (BJP Yuva Morcha)। একই ইস্যুতে মিছিলের উদ্যোগ নিয়েছিল সেদিন RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু, সেই মিছিল থেকেই উঠল সেই বিতর্কিত স্লোগান। 'গোলি মারো'।  এদিকে, এবিভিপির (ABVP) অনুমতি না থাকার যুক্তিতে পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয়ে গিয়েছিল অশান্তি। এই স্লোগান ইস্যুতে গতকালই কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন'  ওরা এখানে বলছে গোলি মারো। পুলিশকে বলেছি গোলি মারো যারা বলেছে তাদের গ্রেফতার করতে হবে।'


গোলপার্কে যখন এই কাণ্ড, তখন যাদবপুর থানার সামনেও রণক্ষেত্রের পরিস্থিতি। উত্তাপের আবহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে বিজেপির যুব মোর্চার  বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পৌঁছতে ফের তেতে উঠেছিল পরিস্থিতি। ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখিয়েছিলেন সেদিন কয়েকজন। সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করেছিল বলে অভিযোগ।


অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বেঁধেছিল। বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে গিয়েছিলেন ওই যুবক। তাঁর নাক-মুখ ফেটে রক্ত পড়তে শুরু করেছিল। এই ঘটনার পরই, যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় হাইকোর্টে মামলাও করবেন বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, ওই মামলা নিয়ে হাইকোর্টেই ধাক্কা খেলেন তিনি। ওই ঘটনা নিয়ে শুভেন্দুর মামলায় বিরক্তিপ্রকাশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির চাপের মুখে মামলা প্রত্যাহার শুভেন্দু অধিকারীর।


আরও পড়ুন, কমল LPG গ্যাসের দাম, মমতা বললেন, এটাই INDIA জোটের কামাল


যাদবপুরে মাওবাদী ও দেশ বিরোধী শক্তি সক্রিয় রয়েছে, মামলায় এই দাবি করেছিলেন বিরোধী দলনেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলে ছাত্রের মৃত্যুকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়েই বিরক্তিপ্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।শুভেন্দুর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, 'আপনি কি মামলা গুরুত্ব দিয়ে দেখছেন? আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। নিজেকে ক্লান্ত করবেন না।' শুভেন্দু অধিকারীর সঙ্গেই মামলা প্রত্যাহার বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির।