কলকাতা: ভোট আসে, ভোট যায়। প্রথমে দাম কমে। পরে দাম বাড়ে জ্বালানির (Fuel Price) । অন্তত এতদিন এমনটাই দাবি ছিল তৃণমূলের 9TMC) শীর্ষ নের্তৃত্বের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের আগেও এমনই কটাক্ষ শোনা গিয়েছিল রাজ্যের শাসকদলের তরফে। কারণ সেসময় জ্বালানির দরে বড় বদল এসেছিল। বিরোধীদের কথায়, তাও সেটা বিজেপি শাসিত রাজ্যেই বেশি প্রভাব দেখা গিয়েছিল। এবার কথা হচ্ছে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে ফের চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের। আজ্ঞে হ্যাঁ, দাম কমছে গ্যাসের। তবে শাসকদলের তরফে এবার এল না কটাক্ষ। বরং তাঁদের 'বিরোধী জোটের' জন্যই এটা সম্ভব হয়েছে, টুইটে বিশ্লেষণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ।
এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 'শেষ দু'মাসে ইন্ডিয়া জোটের মাত্র ২টি বৈঠক হয়েছে। আজ এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা কমানো হল। এটাই ইন্ডিয়া-র ক্ষমতা।' উল্লেখ্য, চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। ৭ মে, ২০২২-এর পরে হাজারের নীচে নামছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নামছে হাজারের নীচে। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারে নতুন দাম কার্যকর। তবে পেট্রোল, ডিজেলের দাম কমবে কবে? মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই প্রশ্ন সাধারণ মানুষের।
আরও পড়ুন, 'ভয়ে যেতে পারছি না ..',হেনস্থার অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশের একাধিক শহরে পেট্রোলের দর ১০০র নিচে এবং ডিজেলের দর ৯০ এর নিচে থাকলেও, পশ্চিমবঙ্গের বুকে স্বস্তি ফেরেনি। কলকাতায় এখনও পেট্রোল ও ডিজেলের দর অপরিবর্তিত। পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।