কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ২০২৪ সালে দেশ থেকে ভেসে যাবে বিজেপি। তিনি বলেন, ''বিজেপি ২০২৪ সালে দেশ থেকে ভেসে যাবে। আমাদের মেরুদণ্ড সোজা। কিন্তু ওদের মেরুদণ্ড বাঁকা। ওদের একদিকে ইডি তো অন্যদিকে রয়েছে সিবিআই। চব্বিশে বিজেপির পতন অনিবার্য।'' এভাবেই মোদি সরকারকে আক্রণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে নিশানা করে আর কী বললেন মমতা?
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওদের লড়ার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা। ওদের ব্যাঁকা। ওদের মেরুদণ্ড একদিকে ইডি, একদিকে সিবিআই। একদিকে আইটি, অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবির দেশের লোক। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’’ “বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল, পারেনি।’’ তোপ মমতার।
শহিদ স্মরণ সমাবেশে ২০২৪ নিয়ে বার্তা মমতার
বৃহস্পতিবার কলকাতার বুকে তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশে (TMC Shahid Diwas 2022) মমতার বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বিজেপি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘‘বিজেপির সরকার এখনও কী সব বিল নিয়ে আসছে! কোনও মাথামুণ্ড নেই। সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে ৮০ হাজার চাকরি তুলে দিয়েছে। টি বোর্ড উঠিয়ে দিল। জুট ইন্ডাস্ট্রি শেষ করে দিল। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিল। এখন বলছে ২০ হাজার না ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করবে। ৮০ হাজার চাকরি তো আগেই খেয়ে নিয়েছে!’’
বিজেপি কোনও ঐতিহ্য মানে না বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘‘কোনও প্রতিষ্ঠানের ঐতিহ্য মানে না। দেশের সংসদভবন পর্যন্ত দিয়ে দিয়েছে। নতুন করে ইতিহাসের বই লেখা হচ্ছে। যারা জীবনে স্বাধীনতার যুদ্ধ করল না, তারা নাকি ইতিহাস তৈরি করবে! এখন থেকেই ধমকাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় চাইলে বিজেপি থেকে অনেক ভোট নিতে পারতাম নাম। অথচ আসানসোলের নরেশকে ফোন করে ধমকায় গদ্দাররা। বলে ভোট না দিলে ইডি পাঠাবে। এ ভাবে চলতে পারে!’’