আসানসোল: আসানসোলে (Asansol Fire) ভয়াবহ অগ্নিকাণ্ড। ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকল, আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।                   


আসানসোলে অগ্নিকাণ্ড: আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় ডিপার্টমেন্টাল স্টোরে বন্ধ গুদামে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে ৮টা নাগাদ ডিপার্টমেন্টাল স্টোরের দোতলায় ওই গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশেপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ডিপার্টমেন্টাল স্টোরের দোতলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। 


রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন লাগার ঘটনা:


গত তিন দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। চলতি সপ্তাহে আগুন লাগে এশিয়ার বৃহত্তম, হওড়ার মঙ্গলাহাট। রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গিয়েছে। আবার পথে বসেছেন হাজার হাজার ব্যবসায়ী। অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পরিবার। কিন্তু কীভাবে আগুন লাগল মঙ্গলাহাটে? দুর্ঘটনা না কি চক্রান্ত?চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল।  যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালিকের দাবি,ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন।                         


গতকাল সাতসকালে এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক ছড়ায়। শনিবার, সকাল ৮টা ২০ মিনিটে হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে জানানো হয়েছে,  এটি ইলেকট্রিক্যাল স্মোক। গোটা ঘটনায় বিঘ্নিত হয়েছে পরিষেবা। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত শুরু করা যায়নি ওটির কাজ।                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: North Dinajpur: যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, আজ ব্যবসা বন‍্ধের ডাক ইসলামপুরে