অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: এবার তৃণমূলের (TMC) চিরাচরিত একুশে জুলাই উদযাপনের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি (BJP)। ওই দিনই 'উলুবেড়িয়া চলো'র (Uluberia Chalo) ডাক দেওয়া হল।


তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির


তৃণমূলের ২১ জুলাই উদযাপনের দিনই পাল্টা কর্মসূচি করা হবে বিজেপির তরফে। ওই দিনের 'উলুবে়ড়িয়া চলো'-তে প্রধান বক্তা হিসেবে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির এই কর্মসূচি সংক্রান্ত পোস্টারে লেখা হয়েছে, 'দলীয় কার্যালয় ভাঙচুর ও সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে উলুবেড়িয়া চলো'।


বিজেপির এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, ৫টি জায়গায় কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি চায় তারা। কিন্তু এরপরেও মাঠ কর্তৃপক্ষকে ভয় দেখানো হয়। এরপরই তারা বিজেপির আবেদন বাতিল করে। তাই একুশে জুলাই 'উলুবেড়িয়া চলো' কর্মসূচি পালনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার হতে পারে সেই মামলার শুনানি। 


 






আরও পড়ুন: South 24 Pargana High Tide : জলের তোড়ে ভাঙল সাগরের কপিল মুনির মন্দিরের রাস্তা


অন্যদিকে, তৃণমূলের একুশে জুলাইয়ের জন্য ট্যাক্সি চালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ট্যাক্সি চালকদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় দু’ পক্ষের ৫ জনকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। পুলিশের দাবি, মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে মারামারি খতিয়ে দেখা হচ্ছে। একুশে জুলাইয়ের জন্য তোলা আদায়ের অভিযোগ ওঠে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীনকুমার সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গতকালই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর।