India Coronavirus :  দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা।  


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৩৮ জন।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭।

     স্কুল-কলেজ খুলে গেছে। বাসে, মেট্রোয়, ট্রেনে, স্টেশনে সেই চেনা ভিড়। দোকান-পাট, বাজারহাট গমগম করছে। বিনোদন পার্ক থেকে পর্যটন কেন্দ্র । আগের মতোই সরগরম। বহু প্রতীক্ষিত সেই মন ভাল করা ছবি। তবে এই স্বস্তির মধ্যেই চিকিৎসকরা বলছেন, একটু একটু করে ফের বাড়ছে করোনা!

    আরও পড়ুন  :

    শিশুদের নিয়ে উদ্বেগ, চোখরাঙানি টোম্যাটো ফ্লু-র, নজর রাখুন এই ৮ উপসর্গে


    বাংলাতেও বাড়ছে করোনা
    স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান বলছে, আগের ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে পড়েছেন। বৃহস্পতিবারও সংখ্যাটা ছিল ৩ হাজারের ওপরেই। তবে শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা কিছুটা বেড়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের।



    • জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৯৩ জন।

    • কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৫৩। 
      করোনা যখন ধীরে ধীরে ফের মাথাচাড়া দিচ্ছে, তখন বিনামূল্যে সরকারিভাবে বুস্টার ডোজ দেওয়া শুরু হল। পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টার মিলিয়ে শুক্রবার  কলকাতার মোট ১৩৩টি কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৭২২ জনকে।  কোভ্যাকসিনের বুস্টার পেয়েছেন ৭৫২ জন।