শিবাশিস মৌলিক, কলকাতা: স্বাস্থ্য় ভবন অভিযানের দিনই সল্টলেকে বিজেপির নতুন অফিসের উদ্বোধন হল। এই দফতরে থাকছে বিজেপির সমস্ত মোর্চার অফিস। থাকছে নেতাদের বসার ঘরও। যদিও বঙ্গ বিজেপি নেতৃত্বের বক্তব্য, দলীয় কার্যালয়ের মূল ঠিকানা হিসেবে থাকবে ৬, মুরলীধর সেন লেনই।


বিজেপির নতুন অফিসের উদ্বোধন: বঙ্গ বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে যখন ধুন্ধুমারকাণ্ড চলছে। তখন সল্টলেক চত্বরেই পদ্ম ব্রিগেডের নতুন অফিসে চলছিল গৃহপ্রবেশের পুজো। তাৎপর্যপূর্ণ বিষয়, স্বাস্থ্য ভবনের ঠিক গা ঘেঁষা রাজ্য বিজেপির এই নতুন অফিস। ৬ মুরলীধর সেন লেন জনসঙ্ঘ থেকে ভারতীয় জনতা পার্টি - গেরুয়া শিবিরের দীর্ঘদিনের ঠিকানা। কিন্তু দল এখন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হয়ে উঠলেও, মুরলীধর সেন লেনের অফিসের জায়গা সেই তুলনায় অত্য়ন্ত কম। বিজেপি সূত্রের খবর, এই পরিস্থিতিতে নেতাদের গাড়ির পার্কিং ও নিকাশি সমস্যার কথা মাথায় রেখেই নতুন এই দফতর ভাড়া নেওয়া হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা আমাদের ওয়ার্ক প্লেস।রাজ্য বিজেপি দফতরের ঠিকানা থাকবে ৬ মুরলীধর সেন লেন।সেই অর্থে পলিটিক্যাল কাজ নয়, ডেটা অ্যানালিসিস, ই লাইব্রেরির জন্য এই দফতর।’’                                                                           

বিধাননগরে বিজেপির নতুন এই অফিসের গ্রাউন্ড ফ্লোরে, দলের সমস্ত মোর্চার আলাদা আলাদা ঘর। দোতলা এবং তিনতলায় বসবেন নেতারা। এছাড়াও এই অফিসে রয়েছে একাধিক কনফারেন্স রুম। এদিন গৃহপ্রবেশের পুজোয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী-সহ পার্টির সাংসদ, বিধায়করা।কিন্তু, ছিলেন না দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কিম্বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপি সূত্রের খবর, মুরলীধর সেন লেনের ওপর চাপ কমাতে আপাতত এই ভাড়া বাড়ি থেকে চলবে পার্টির নানা কাজকর্ম। ভবিষ্যতে নিউটাউনে কেনা জমিতে নতুন পার্টি অফিস তৈরি করার পরিকল্পনা রয়েছে।                                            

আরও পড়ুন: West Bengal: বকেয়া DA-এর দাবিতে সরব, আন্দোলনের প্রভাব পড়ল শিক্ষা প্রতিষ্ঠানেও