সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের প্রকাশ্য়ে বিজেপির কোন্দল। এবার বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রর সঙ্গে তৃণমূলের যোগসাজশের বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। যদিও যাবতীয় অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। 

Continues below advertisement

প্রকাশ্যে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের কোন্দল। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রর সঙ্গে তৃণমূলের যোগসাজশের বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক তনু খাস্তগীর। ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। 

তনু খাস্তগীর, সাধারণ সম্পাদক, বিজেপি মহিলা মোর্চা, ব্য়ারাকপুর সাংগঠনিক জেলা ফাল্গুনী পাত্র সম্পর্কে অভিযোগ করে বলেছেন, 'ভারতীয় জনতা পার্টিকে আমি বলতে চাই এই মহিলাকে সাসপেন্ড করা উচিত। এ তো বিজেপির খাচ্ছে, বিজেপির পরছে। বিজেপির ক্ষতি করছে। তৃণমূলকে সাহায্য করছে। পার্থ ভৌমিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে উনি ২০২১ সালে হারিয়েছে। সব তৃণমূলের লোকেরা ওঁকে ফোন করে। বিজেপির লোকের সঙ্গে কম যোগাযোগ আছে।' তনু খাস্তগীরের আরও অভিযোগ, 'ফাল্গুনী পাত্র নিজের গাড়ির মধ্যে বসে থেকে আমাকে মেরেছে। ধাক্কা মেরে ফেলেছে। আমাকে চুলের মুঠি ধরে মেরেছে। পদের জন্যও টাকা নিচ্ছে ও।' 

Continues below advertisement

ফাল্গুনী পাত্র, সভাপতি, রাজ্য মহিলা মোর্চা বলছেন, 'এটা কোনও গোষ্ঠীকোন্দল নয়, পুরো বিষয়টাই আমি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।' অন্যদিকে, তাপস ঘোষ, সভাপতি, বিজেপি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বলেছেন, 'ফাল্গুনী দি আমাদের সিনিয়র লিডার এবং রাজ্য মহিলা মোর্চার সভাপতি। তাই ওনার বিষয়টি আলোচনা করা হবে।' 

বিধানসভা ভোটের আগে মহিলা মোর্চার গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপির দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ছাব্বিশের ভোটের আগে অন্তর্দ্বন্দ্বে বিজেপি-ও বেসামাল। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপিরই নেত্রী। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তৃণমূলের সঙ্গে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর সঙ্গে আঁতাঁতের অভিযোগ। মেয়েদের নিয়ে অনৈতিক চক্রের অভিযোগে বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি নেত্রী। ব্যারাকপুর বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা তনু খাস্তগীর। 'দলের ক্ষতি করছেন ফাল্গুনী পাত্র, আঁতাঁত আছে তৃণমূলের সঙ্গে', দলেরই মহিলা মোর্চার সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক ব্যারাকপুরের নেত্রী। 

'তৃণমূলে যোগ দিতে এসেছিলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র', ফাল্গুনী পাত্রকে নিয়ে বিস্ফোরক দাবি নৈহাটির তৃণমূল বিধায়কেরও। 'প্রমাণ দিন আমি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছি', দলীয় নেত্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের দাবিকে চ্যালেঞ্জ ফাল্গুনীর। 'ফাল্গুনী পাত্র সিনিয়র লিডার, যা হয়েছে, তা নিয়ে কথা বলব', ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতির।