শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাবার পর এবার ছেলে (sayantan guha)। পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে (BJP) 'আড়ং ধোলাইয়ের' (Thrash) বিধান দেওয়ার অভিযোগ ওঠায় বিতর্কে জড়ালেন উদয়ন গুহর (udayan guha) ছেলে (son)। গত কাল দিনহাটায় (dinhata) তৃণমূলের সভায় বিজেপি কর্মীদের ধোলাইয়ের পরামর্শ দেন তিনি, অভিযোগ এমনই। ফলে হইচই কোচবিহারে।
কী অভিযোগ?
অভিযোগ, গত কাল দিনহাটায় তৃণমূলের সভায় বিধায়ক পুত্র সায়ন্তন গুহ বলেন, 'বিজেপি তৃণমূলকর্মীদের দিকে তাকালেই ধোলাই হবে। বিজেপি গুন্ডাদের ধোলাই হবে।' হুমকির মুখে চুপ করে থাকেনি বিজেপিও। গেরুয়া শিবিরের পাল্টা তোপ, 'ভবিষ্যতে বাবা-ছেলে দুজনকেই কলকাতায় পালাতে হবে। বাপ-ব্যাটা কোচবিহারে রামধোলাই খাবে।' ঘটনা হল, এই ধরনের হুমকির অভিযোগ নতুন নয়। অতীতে খোদ তৃণমূল বিধায়কের মুখ থেকে এমন বহু 'মণিমাণিক্যের' কথা শোনা গিয়েছে অভিযোগে শোরগোল ফেলেন বিরোধীরা। 'আলাদা রাজ্যের দাবি করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না', ভোট প্রচারে গিয়ে এমনও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এতেই শেষ নয়।
'উদয়ন-উবাচ'...
গত নভেম্বরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেবার নিশীথ প্রামাণিকের চেয়ার সরিয়ে দেওয়ার হুঙ্কার দেন উদয়ন গুহ। তাঁর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে শিলিগুড়ি থানায় (Siliguri Police Station) অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বলেছিলেন, ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে।’ কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তাঁর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের দ্বারস্থ হন বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। এছাড়াও একাধিক বার বিতর্কের মুখে পড়েন দিনহাটার তৃণমূল বিধায়ক। যেমন হালেই নিজের দলের কর্মীদের সতর্ক করতে গিয়ে একপ্রস্ত অস্বস্তি বাড়ান তিনি। সেই ভাইরাল বক্তব্যের সত্যতা এবিপি আনন্দ যাচাই না করতে পারলেও তার জেরে উথালপাথাল পড়েছে উত্তরবঙ্গে। ভিডিওটিতে দেখা যায়. উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটা তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, 'বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আতিয়ালডাঙার ২টি আসনে, আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমরা আছি। তখন বিজেপি প্রার্থী দিতে পারবে। তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।'
এবার কার্যত একসুর শোনা গেল উদয়ন-পুত্রের গলায়।
আরও পড়ুন: হঠাৎ হৃদরোগ, আকস্মিক প্রয়াণ রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার