ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) জেলে। তবে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বীরভূমে হুমকি, হুঁশিয়ারি থেমে নেই। বীরভূমে দাঁড়িয়ে, লাঠির জবাব লাঠিতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিকে, ঘরে দা তৈরি রাখার দাওয়াই বাতলেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল।
অনুব্রত-গড়ে হুমকির-শাসন !
এতদিন বীরভূমে (Birbhum) ভোট এলেই, অনুব্রত মণ্ডলের হুমকি-হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠত জেলার রাজনীতি। কিন্তু, আগামী বছরের পঞ্চায়েত ভোটের আগে, আপাতত তিনি জেলে বন্দি। যদিও, তাতে হুঁশিয়ারি থেমে নেই। অনুব্রতর অনুপস্থিতিতে, তাঁর গড়ে শক্তি দেখানোর চেষ্টা করছে বিজেপি। বুধবার রামপুরহাটের বিষ্ণুপুরের সভা থেকে তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত-র হুঁশিয়ারি
রামপুরহাটের বিষ্ণুপুরের সভামঞ্চে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, 'মনে রাখবেন, ভয় মানে হচ্ছে মৃত্যু। ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। আমরা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল নয়, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের অমিত শাহ গৃহমন্ত্রী। আমরা তৃণমূল কংগ্রেসের মতো চোর-জোচ্চোরদের ভয় পাব, ওই দিন চলে গেছে। কথার জবাব কথায় দিন, আর লাঠির জবাব লাঠিতে দিন। যদি দুধ দেয়, ভাল করে কিশমিশ দিয়ে পায়েস করে খাইয়ে দেবেন। কিন্তু, যদি ভোট লুঠ করতে আসে, যদি ভোট লুঠ করতে আসে, তার সব কিছু লুঠ করে বাড়িতে পাঠিয়ে দেবেন তাকে।'
সুকান্ত মজুমদারের পর বলতে গিয়ে, একইরকম আক্রমণাত্মক অবস্থান নেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলও। তাঁর হুমকি, 'কর্মী এখানে বসে আছি। তাদেরকে আমরা বলতে চাই, যে যারা ডান্ডা নিয়ে আসবে, সেই ডান্ডা কাটার জন্য, ঘরে দা রেডি রাখুন। কারণ দা দিয়েই ওই ডান্ডা কেটে, আমাদের রাস্তা পার করতে হবে। SDO অফিসে গিয়ে, নমিনেশন করাতে হবে। নমিনেশন করানোর পর, আমাদের প্রার্থীদের জেতাতে হবে।'
নজরে বীরভূম
গত পঞ্চায়েত ভোটে, বীরভূমে জেলা পরিষদের সবক’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এবার অনুব্রত মণ্ডলের জেলযাত্রার প্রভাব কি দেখা যাবে পঞ্চায়েত ভোটের ফলে? লালমাটির জেলায় কি দাঁত ফোটাতে পারবে বিরোধীরা? সেই উত্তর মিলবে কয়েকমাস পর।
আরও পড়ুন- ‘অনুব্রত ছাড়া পেলে পঞ্চায়েত ভোট রক্তাক্ত হবে’ বিস্ফোরক দিলীপ ঘোষ