কলকাতা : লোকসভা ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। সব দলের নেতাই কার্যত এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। দিন তিনেক আগেই ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও তুলোধনা করেছিলেন সিপিএম নেতৃত্ব। এবার সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। "আমার হিন্দু ভোট যাতে মীনাক্ষী কাটতে পারেন, তার জন্য তাঁকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন সিপিএমের এই বুড়ো নেতাগুলো" বলে অভিযোগ তোলেন তিনি।


শিক্ষা, স্বাস্থ্যে দুর্নীতি থেকে ইডির উপরে হামলার প্রতিবাদে আজ ফের পথে নামেন রাজ্যের বিরোধী দলনেতা। গড়িয়া থেকে শুরু হয় মিছিল। শেষ হয় যাদবপুরে। সেখানে সমাবেশ থেকে সিপিএমকে তুলোধনা করলেন শুভেন্দু। তিনি বলেন, "সিপিএম আমাকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য মীনাক্ষীকে বলির পাঁঠা করেছিল। কারণ আমি যখন, ২০১৪ সালে তমলুক থেকে লোকসভায় দাঁড়াই, আমার বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছিল ইব্রাহিম আলিকে। ২০১৬ সালে যখন বিধানসভায় দাঁড়াই, সিপিএম প্রার্থী করেছিল সিপিআইয়ের কবীর মহম্মদ সাহেবকে। আর এবারে যাতে ৬৫ হাজার মুসলমান ভোটের সবটা মমতা পান, আমার হিন্দু ভোট মীনাক্ষী কাটতে পারেন, তার জন্য ওই মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন সিপিএমের এই বুড়ো নেতাগুলো। এঁরা এখন আর ভোটে লড়েন না। এঁরা খুব চালাক। আপনি সুজনদাকে জিজ্ঞাসা করলে বলবে না না আমি লড়ব না। সব চুল পেকে গেছে। এই ছেলেগুলো ...সায়ন, শতরূপ, মীনক্ষীরা লড়ুক। কারণ, ওঁরা জানেন যে সিকিউরিটি মানিটাই রক্ষা করাই মুশকিল হয়ে যাবে।" 


গত ৭ তারিখে ব্রিগেডের সমাবেশ শুরু হওয়ার আগে নন্দীগ্রাম থেকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চে বক্তৃতার করার সময়, তাঁকে একহাত নেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিধানসভার অন্দরে যাঁরা নিজেদের বিরোধী বলে দাবি করেন, বিধানসভার বাইরে তাঁরা 'দিদিমণি'র কোলে দোল খান বলে মন্তব্য করেন মীনাক্ষী। সেই নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জও ছোড়েন তিনি। (Minakshi Mukherjee)


রবিবার দুপুরে বাম যুব সংগঠন DYFI-এর ব্রিগেড সমাবেশে মানুষের ঢল নামে। লাল-সাদা পতাকায় কার্যত ছেয়ে যায় শহর। সেই আবহেই মঞ্চে বক্তৃতা করতে ওঠেন মীনাক্ষী। একটানা বক্তৃতা শেষ করার আগে শুভেন্দুকে বিঁধতে শোনা যায় মীনাক্ষীকে। সরাসরি নাম না নিলেও রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানা করেন তিনি। শাসকদলের সঙ্গে বিজেপি-র সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। (DYFI Brigade Rally)


ব্রিগেডের সভায় মীনাক্ষী বলেন, "যাঁরা কথায় কথায় বলেন, 'আমরা বিরোধী দলনেতা', 'পশ্চিমবঙ্গের বিরোধী দল', আজ ব্রিগেডের মাঠ থেকে তাঁদের চ্যালেঞ্জ করছি। বিধানসভার স্পিকারের কাছে, বিধানসভার ভিতরে...আপনাদের যে বিধায়করা ভিতরে বিজেপি, আর বাইরে, গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছেন, দম থাকলে তাঁদের আসন বাতিল করতে স্পিকারের কাছে আবেদন জানান। হাওয়া টাইট হয়ে যাবে।"