রাণা দাস, পূর্ব বর্ধমান: রাজ্য জুড়েই মিড ডে মিলের (Midday Meal)একাধিক অভিযোগ এসেছে এর আগে। মিড ডে মিলে  ইদুর, টিকিটিকি, আরশোলা উদ্ধারের মত ভয়াবহ অভিযোগ এর আগেও উঠেছে। তবে এবার মিড ডে সেসব কিছু না পাওয়া গেলে, প্রকাশ্যে এল খুবই গুরুতর অভিযোগ। মিড ডে মিলে এবার শুধু দেওয়া হয়েছে সাদা ভাত।  ডাল, সবজি, ডিম কিছুই নেই ! কীভাবে খাবে কচিকাঁচারা ? একই হাল প্রসূতি মায়েদেরও।


 ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ মন্তেশ্বর করন্দা গ্রামে ১৮৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।যদিও অঙ্গনওয়াড়ি (Anganwadi) কর্মীদের বক্তব্য ICDS থেকে ডাল, সবজি, ডিম কিছুই পাঠানো হয়নি।শুধু সাদা ভাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছেন BDO। 


গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই কেন্দ্রে মিড ডে মিলে খিচুড়ি হয় না।ভাতের সাথে ডাল ও সবজি কোনটাই দেওয়া হয় না। খিচুড়ি দেওয়া বন্ধ গত কয়েক মাস ধরে। শুধু  সাদা ভাত দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই জানতে চাইলে তারা খারাপ ব্যবহার করে।কটু কথা শোনায়।বাধ্য হয়েই আজ এই বিক্ষোভ।


প্রসঙ্গত, মিড-ডে মিলের সাপ পাওয়ার পর সম্প্রতি বীরভূমের (Birbhum) অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলেছিল ইঁদুর (Rat)। যখন পড়ুয়াদের খাবার দেওয়া শুরু হয়েছিল তখন দেখা যায় খিচুড়িতে মৃত ইঁদুর পড়ে রয়েছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।ঘটনাটি ঘটেছিল বীরভূমের নলহাটি থানার  কুরুমগ্রাম মোহিত পাড়া একটি কেন্দ্রে। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। 


মিড ডে মিল প্রকল্পের  (Midday Meal Project) হাল হকিকত খতিয়ে দেখতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, ৮ দিনে ৮ জেলায় ঘুরেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা (Central Team)। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের আধিকারিকরা। পরিদর্শনের পর ফের বিকাশ ভবনে বৈঠক করেছিলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। এরপর বিকাশ ভবনে বৈঠক সেরেছিলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা।


রাজ্যে মিড ডে মিল নিয়ে সামনে এসেছিল একাধিক অভিযোগ। কোথাও মিড ডে মিলের মধ্য়ে মিলেছে সাপ। কোথাও ড্রামে পাওয়া গেছে মরা ইঁদুর। কোথাও খিচুড়ির মধ্য়ে টিকটিকি মেলার অভিযোগ। আর ঠিক এই প্রেক্ষাপটেই মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ২৯ জানুয়ারি রাজ্য়ে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল।


আরও পড়ুন, বন্ধুর ডাকে পিকনিকে যোগ, মেসবাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু ITI পড়ুয়ার


মিড মিলের সুবিধা কারা পাচ্ছে ? রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে ? যে টাকা  স্কুলগুলিতে বরাদ্দ হচ্ছে, তা কতটা কার্যকরী হচ্ছে ? মিড ডে মিলের পরিকাঠামো কেমন ? রান্নাঘরের কী অবস্থা ? ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না ? খাবার পরীক্ষা হয় কিনা ? বছরের শুরুতে ৮ দিনে ৮ জেলার ৩০টি স্কুলে  রাজ্য় সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে, তারা খতিয়ে দেখেছিলেন।